Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

চ্যাম্পিয়নস ট্রফি যাবে কক্সবাজারে

icc1
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

[publishpress_authors_box]

চ্যাম্পিয়নস ট্রফি কোথায় হবে, ঠিক হয়নি এখনও। ভারতীয় দল রাজনৈতিক কারণে পাকিস্তানে যেতে অস্বীকৃতি জানানোর পর থেকেই জটিলতার শুরু। আইসিসির একের পর এক সভাতেও আসছে না সমাধান। তবে শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে চ্যাম্পিয়নস ট্রফির মাঠে গড়ানোর সম্ভাবনাই বেশি।

চ্যাম্পিয়নস ট্রফির বিশ্বভ্রমণ অবশ্য থেমে নেই। দুবাইভিত্তিক বহুজাতিক লজিস্টিক কোম্পানি ‘ডিপি ওয়ার্ল্ড’–এর তত্ত্বাবধানে ট্রফিটি ১৬ থেকে ২৫ নভেম্বর ছিল পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে। এরপর আফগানিস্তান হয়ে চ্যাম্পিয়নস ট্রফি আজ (রবিবার) আসছে বাংলাদেশে। ১৩ ডিসেম্বর পর্যন্ত ট্রফিটি বাংলাদেশেই থাকবে।

বাংলাদেশে চ্যাম্পিয়নস ট্রফি প্রথম জনসমক্ষে দেখা যাবে সোমবার বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে। এদিন সৈকতের লাবণী পয়েন্টে (সীমান্ত সম্মেলেনকেন্দ্র ঊর্মির সামনে) প্রদর্শন করা হবে ট্রফিটি। সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত প্রদর্শনের পর নিয়ে আসা হবে ঢাকায়।

১২ ডিসেম্বর পান্থপথের বসুন্ধরা সিটি শপিং মলে সবার জন্য উন্মুক্ত থাকবে এই ট্রফি। সময়টা বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত। ১৩ ডিসেম্বর ট্রফি যাবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। বেলা ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত ট্রফি সেখানে রাখা হবে।

এরপর ট্রফিটি ১৫ থেকে ২২ ডিসেম্বর থাকার কথা দক্ষিণ আফ্রিকায়।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত