চ্যাম্পিয়নস ট্রফি কোথায় হবে, এখনও নিশ্চিত নয়। আয়োজক পাকিস্তান, তবে ভারতের আপত্তি থাকায় বিশ্বকাপের পর ৫০ ওভারের ক্রিকেটের সবচেয়ে বড় আসরের ভেন্যু নিয়ে ধোঁয়াশা কাটেনি। তাতে অবশ্য চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে আয়োজন থেমে নেই। বিশ্বভ্রমণে বেরিয়েছে ট্রফি। এখন রয়েছে বাংলাদেশে। বুধবার (১১ নভেম্বর) কক্সবাজারে সমুদ্র সৈকতে প্রদর্শিত হলো ‘মিনি বিশ্বকাপ’খ্যাত প্রতিযোগিতাটির ট্রফি।
বিশ্বভ্রমণ পর্বে বাংলাদেশে প্রথম জনসম্মুখে দেখা মিলেছে চ্যাম্পিয়নস ট্রফি। বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে প্রদর্শিত হয়েছে ট্রফিটি। চ্যাম্পিয়নস ট্রফি দেখতে পর্যটকদের পাশাপাশি উৎসুক জনতার ভিড় জমেছিল সেখানে। এই আয়োজন ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কক্সবাজার জেলা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ ও র্যাব।
ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম চৌধুরী জানিয়েছেন, সমুদ্র সৈকতে আইসিসি ট্রফি প্রদর্শনকে ঘিরে সার্বিক নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে জেলা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ ও র্যাব সদস্যরা।
দুবাইভিত্তিক বহুজাতিক লজিস্টিক কোম্পানি ‘ডিপি ওয়ার্ল্ড’–এর তত্ত্বাবধানে ট্রফিটি ১৬ থেকে ২৫ নভেম্বর ছিল পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে। এরপর আফগানিস্তান হয়ে চ্যাম্পিয়নস ট্রফি রবিবার আসে বাংলাদেশে। ১৩ ডিসেম্বর পর্যন্ত ট্রফিটি বাংলাদেশেই থাকবে।
বাংলাদেশে চ্যাম্পিয়নস ট্রফি প্রথম জনসমক্ষে দেখা মিলল কক্সবাজার সমুদ্র সৈকতে। কক্সবাজার পর্ব শেষে ১২ ডিসেম্বর রাজধানীর পান্থপথের বসুন্ধরা সিটি শপিং মলে সবার জন্য উন্মুক্ত থাকবে এই ট্রফি। দেখা যাবে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত।
১৩ ডিসেম্বর ট্রফি যাবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। হোম অব ক্রিকেটে বেলা ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ট্রফি রাখা হবে। এরপর ট্রফিটি ১৫ থেকে ২২ ডিসেম্বর থাকার কথা দক্ষিণ আফ্রিকায়।