Beta
শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
Beta
শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫

আইসিসির বর্ষসেরা টেস্ট-ওয়ানডে দলে নেই বাংলাদেশের কেউ

বর্ষসেরা টেস্ট দলে আছেন ইংল্যান্ডের বেন ডাকেট ও জো রুট।
বর্ষসেরা টেস্ট দলে আছেন ইংল্যান্ডের বেন ডাকেট ও জো রুট।
[publishpress_authors_box]

চমক দিয়েই আইসিসি ঘোষণা করল  বর্ষসেরা টেস্ট ও  ওয়ানডে একাদশ। ওয়ানডে একাদশে নেই বাংলাদেশ ও ভারতের কেউ। শুধু তাই নয়, সুযোগ হয়নি অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের কোন ক্রিকেটারেরও।

ওয়ানডে একাদশে সবচেয়ে বেশি চার ক্রিকেটার আছেন শ্রীলঙ্কার। পাকিস্তান ও আফগানিস্তানের তিনজন করে আর একজন খেলোয়াড় ওয়েস্ট ইন্ডিজের। এই দলে এশিয়া মহাদেশের ক্রিকেটারই ১০জন।

টেস্ট দলেও নেই বাংলাদেশের কেউ। তবে প্যাট কামিন্সের নেতৃত্বে এই দলে আছেন ভারতের তিন জন- যশস্বী জয়সওয়াল, রবীন্দ্র জাদেজা ও জাসপ্রিত বুমরা। ২০২৪ সালের সেরা টেস্ট দলে সর্বোচ্চ ৪ জন ক্রিকেটার ইংল্যান্ডের। ১৫ টেস্টে ৩ সেঞ্চুরি ও ৯ ফিফটিতে ৫৪.৭৪ গড়ে জয়সওয়াল করেছেন ১ হাজার ৪৭৮। ইংলিশ তারকা জো রুট গত বছর ১৭ টেস্ট খেলে ৫৫.৫৭ গড়ে করেছেন সবচেয়ে বেশি ১ হাজার ৫৫৬ রান করেছেন। সর্বোচ্চ ৬ সেঞ্চুরি পাশাপাশি ফিফটি করেছেন ৫টি।

ওয়ানডের অধিনায়ক শ্রীলঙ্কার চারিথ আসালাঙ্কা। আসালাঙ্কা ১৬ ম্যাচে ৫০.২ গড়ে ১টি সেঞ্চুরি ও ৪টি ফিফটিসহ করেছেন ৬০৫ রান। ওপেনিং জুটিতে পাকিস্তানের সাইম আইয়ুব ও আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজ। এরপর তিন লঙ্কান ব্যাটার পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), চারিথ আসালাঙ্কা। অলরাউন্ডার হিসেবে জায়গা পেয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।

 ৯ ম্যাচে ৩ সেঞ্চুরি ও ১ ফিফটিসহ ৬৪.৩৭ গড়ে ৫১৫ রান করেছেন পাকিস্তানের ওপেনার সাইম আইয়ুব। অপর ওপেনার গুরবাজেরও সেঞ্চুরি ৩টি।

আইসিসির বর্ষসেরা টেস্ট একাদশ : যশস্বী জয়সওয়াল, বেন ডাকেট, কেইন উইলিয়ামসন, জো রুট, হ্যারি ব্রুক, কামিন্দু মেন্ডিস, জেমি স্মিথ (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, প্যাট কামিন্স (অধিনায়ক), ম্যাট হেনরি ও জাসপ্রিত বুমরা।

আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশ : সাইম আইয়ুব, রহমানউল্লাহ গুরবাজ, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), শেরফান রাদারফোর্ড, আজমতউল্লাহ ওমরজাই, ওয়ানিন্দু হাসারাঙ্গা, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ ও আল্লাহ মোহাম্মদ গাজানফার।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত