Beta
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
Beta
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫

আইসিসির সেরা একাদশে নেই প্রোটিয়াদের কেউ!

ফাইনাল খেললেও আইসিসির সেরা একাদশে সুযোগ পাননি দক্ষিণ আফ্রিকার কেউ।
ফাইনাল খেললেও আইসিসির সেরা একাদশে সুযোগ পাননি দক্ষিণ আফ্রিকার কেউ।
[publishpress_authors_box]

বিশ্বকাপটা হাতের নাগালেই ছিল দক্ষিণ আফ্রিকার। শেষ ৩০ বলে দরকার ছিল ৩০ রান, হাতে তখনও ৬ উইকেট। ক্লাসেনের আউটের পর নাটকীয় প্রত্যাবর্তনে ফাইনালটা জিতে নেয় ভারত। আর হৃদয় ভাঙে ফাইনালের আগে পর্যন্ত অপরাজিত থাকা প্রোটিয়াদের।

দলের সবার সম্মিলিত পারফর্ম্যান্সেই প্রথমবার কোনও বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছিল প্রোটিয়ারা। ভাগ্য পাশে থাকলে জিতেতে পারত শিরোপাও। অথচ আইসিসির সেরা একাদশে সুযোগ পাননি ফাইনাল খেলা দলটির কেউ! সান্ত্বনা হিসেবে ১২তম সদস্য হিসেবে রাখা হয়েছে ফাস্ট বোলার আনরিখ নরকিয়াকে।

এই দলে ভারতের আছেন সর্বোচ্চ ৬ জন। আফগানিস্তানের ৩ জন, এছাড়া অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের একজন করে। অথচ বিশ্বকাপে ১৪০.৪৬ স্ট্রাইক রেটে চতুর্থ সর্বোচ্চ ২৪৩ রান করেছিলেন কুইন্টন ডি কক। আনরিখ নরকিয়া ১৫ আর কাগিসো রাবাদা পেয়েছিলেন ১৩ উইকেট। প্রশ্ন হচ্ছে, দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন হলে, তাদের কেউ কী সুযোগ পেত এই দলে?

আইসিসির সেরা একাদশ :  রোহিত শর্মা (ভারত), রহমানউল্লাহ গুরবাজ (আফগানিস্তান),  নিকোলাস পুরান (ওয়েস্ট ইন্ডিজ), সূর্যকুমার যাদব (ভারত), মার্কোস স্টোইনিস (অস্ট্রেলিয়া), হার্দিক পান্ডিয়া (ভারত),  অক্ষর প্যাটেল (ভারত), রশিদ খান (আফগানিস্তান), জাসপ্রিত বুমরা (ভারত), আর্শদীপ সিং (ভারত), ফজলহক ফারুকী (আফগানিস্তান)।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত