Beta
বুধবার, ৩ জুলাই, ২০২৪
Beta
বুধবার, ৩ জুলাই, ২০২৪

আমানত ভেদে দিতে হবে আবগারি শুল্ক

ব্যাঙ্ক থেকে ঋণ
Picture of প্রতিবেদক, সকাল সন্ধ্যা

প্রতিবেদক, সকাল সন্ধ্যা

ব্যাংকে ৫০ লাখ টাকার বেশি আমানত থাকলে এখন থেকে আগের চেয়ে বেশি আবগারি শুল্ক দিতে হবে। এজন্য নির্ধারণ করা হচ্ছেন নতুন স্ল্যাব বা ধাপ।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপনের সময় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ব্যাংক আমানতের আবগারি শুল্কের নতুন এই স্ল্যাব বা ধাপের প্রস্তাব করেন।

সে অনুযায়ী, এখন থেকে কোনও গ্রাহকের ব্যাংক আমানত ১০ লাখ থেকে ৫০ লাখ টাকার মধ্যে থাকলে বছরে একবার আবগারি শুল্ক দিতে হবে তিন হাজার টাকা। ৫০ লাখ টাকা থেকে এক কোটি টাকার মধ্যে যাদের আমানত থাকবে তাদের আবগারি শুল্ক দিতে হবে পাঁচ হাজার টাকা।

এর আগে ১০ লাখ টাকা থেকে ১ কোটি টাকা পর্যন্ত আমানতের ওপর আবগারি শুল্ক দিতে হতো তিন হাজার টাকা।

একই সঙ্গে অর্থমন্ত্রী এক কোটি এক টাকা থেকে দুই কোটি টাকা পর্যন্ত ব্যাংক আমানতের ওপর আবগারি শুল্ক ১০ হাজার টাকা করার প্রস্তাব করেছেন।

এই প্রস্তাবের ফলে অনেক আমানতকারীর আবগারী শুল্ক আগের চেয়ে কমবে। কেননা, বর্তমানে এক কোটি টাকা থেকে পাঁচ কোটি টাকার মধ্যে যে কোনো পরিমাণ ব্যাংক আমানতের ওপর ১৫ হাজার টাকা করে আবগারি শুল্ক দিতে হতো।

আগামী অর্থবছরের বাজেট প্রস্তাবনায় এই ধাপকে দুটি উপধাপে ভাগ করার কথা বলেন অর্থমন্ত্রী। প্রস্তাবনা অনুযায়ী, দুই কোটি এক টাকা থেকে পাঁচ কোটি টাকা পর্যন্ত ব্যাংক আমানতের ওপর আবগারি শুল্ক দিতে হবে ২০ হাজার টাকা।

ফলে দুই কোটি টাকা পর্যন্ত আমানত আছে এমন ব্যাংক গ্রাহকের খরচ পাঁচ হাজার টাকা কমলেও তিন কোটি টাকার বেশি আমানত আছে এমন গ্রাহকের খরচ আগের থেকে পাঁচ হাজার টাকা বাড়বে।

তবে বাজেট প্রস্তাবনায় পাঁচ কোটি টাকা থেকে যে কোনও অঙ্কের ব্যাংক আমানতের ওপর আগের মতো ৫০ হাজার টাকা আবগারি শুল্ক বহাল রাখার কথা বলেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

বর্তমানে এক লাখ টাকা পর্যন্ত আমানতের ওপর কোনো আবগারি শুল্ক দিতে হয় না। তবে এক লাখ এক টাকা থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত ব্যাংক আমানতে ১৫০ টাকা আবগারি শুল্ক দিতে হয়। পাঁচ লাখ এক টাকা থেকে ১০ লাখ টাকা পর্যন্ত আমানতের ওপর আবগারি শুল্ক দিতে হয় ৫০০ টাকা।

ফলে নতুন বাজেট প্রস্তাব পাস হলে ব্যাংক আমানতের পরিমাণের ভিত্তিতে অনেক গ্রাহকের খরচ বাড়বে, আবার অনেকের এই খরচ কিছুটা হলেও কমে আসবে।

বাজেট প্রস্তাবে অর্থমন্ত্রী একই সঙ্গে অফশোর ব্যাংকিংয়ের গ্রাহকদের সুবিধা দিতে এ খাতের আমানতকারী ও বিদেশি ঋণদাতাদের ব্যাংক হিসাবের ওপর বিদ্যমান আবগারি শুল্ক পুরোপুরিভাবে প্রত্যাহারের কথা বলেছেন।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত