Beta
সোমবার, ১০ মার্চ, ২০২৫
Beta
সোমবার, ১০ মার্চ, ২০২৫

কারাবন্দি সালমান এফ রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

salman
[publishpress_authors_box]

সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমানসহ তার পরিবারের পাঁচ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। যদিও বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে এই ব্যবসায়ী গত আগস্ট মাস থেকে কারাগারেই রয়েছেন। বেশ কয়েক দফায় তাকে রিমান্ডেও নিয়েছে পুলিশ।

এছাড়া নিষেধাজ্ঞার আওতায় থাকা অন্যরা হলেন সালমান রহমানের স্ত্রী সৈয়দা রুবাবা রহমান, ভাই আহমেদ সোহাইল ফসিহুর রহমান, ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমান এবং আহমেদ সোহাইলের ছেলে আহমেদ শাহরিয়ার রহমান।

দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এই আদেশ দেয়।

পরে দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য জানান।

মামলার অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীনের করা আবেদনে বলা হয়, সালমান এফ রহমান ও অন্যদের বিরুদ্ধে শেয়ার বাজার জালিয়াতি, প্লেসমেন্ট শেয়ার কারসাজি ও প্রতারণার মাধ্যমে শেয়ারহোল্ডারদের হাজার হাজার কোটি টাকা লোপাটসহ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগেরর অনুসন্ধান চলছে। এ অবস্থায় সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের দেশে থাকা প্রয়োজন। সে কারণেই তাদের বিদেশ যাওয়া রোধ চায় দুদক।

দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার আগে থেকেই কারাগারে রয়েছেন সালমান এফ রহমান। ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনার সরকার পতনের এক সপ্তাহের মাথায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে গ্রেপ্তার হন তিনি।

সালমান রহমান ছিলেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য।

আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর থেকে অন্যদের মতো সালমান রহমানের কোনও খোঁজ ছিল না। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার চার দিন পর গত ১৩ আগস্ট তাকে গ্রেপ্তারের খবর দেয় পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে সাংবাদিকদের পাঠানো একটি এসএমএসে বলা হয়, নৌপথে পালিয়ে যাওয়ার সময় ঢাকার সদরঘাট এলাকা থেকে সালমান রহমান ও আনিসুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্ত্রী-তিন সন্তানসহ সাবেক এমপি পিন্টুর দেশত্যাগে নিষেধাজ্ঞা

একই আদালত নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য ইফতেখার উদ্দিন তালুকদার পিন্টু, স্ত্রী ইসমত আরা মিনু, দুই কন্যা সুমাইয়া মৌরমি ইফতি ও সাইবা মৌরমি ইশমা এবং ছেলে ইবনাম ইফতিকারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

মামলার অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের সহকারি পরিচালক রাকিবুল হায়াত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, ইফতেখার উদ্দিন তালুকদার পিন্টুর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে টিআর, কাবিখা, কাবিটাসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতপূর্বক নিজ নামে ও পরিবারের সদস্যদের নাম জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। অনুসন্ধানের বিষয়টি রাষ্ট্রের স্বার্থে মানিলন্ডারিং প্রতিরোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুসন্ধানকালে দুদক জানতে পারে, অভিযুক্তরা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হতে পারে। সেজন্যই তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেছে দুদক।

স্ত্রীসহ রাজশাহীর সাবেক এমপি আয়েনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মো. আয়েন উদ্দিন ও তার স্ত্রী এলিনা আক্তার পলির দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে একই আদালত।

দুদকের আবেদনের আবেদনে বলা হয়, রাজশাহী-৩ আসনের সাবেক এমপি আয়েন উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতপূর্বক নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলমান। তার স্ত্রীর মালিকানায় বিপুল পরিমাণ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ রয়েছে বলেও প্রাথমিকভাবে জানা গেছে।

আয়েন উদ্দিন ও তার স্ত্রী দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন বলে জানতে পেরেছে দুদক। এ অবস্থায় অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের দুজনের বিদেশ যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রয়োজন বলেও মনে করে দুদক। সেজন্যই এই আবেদন করা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত