Beta
বুধবার, ১ জানুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ১ জানুয়ারি, ২০২৫

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৫৩, মৃত্যু ৪

Dengue-Mugda-Hospital-2
[publishpress_authors_box]

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরও ১৫৩ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন, এ সময়ে মৃত্যু হয়েছে ৪ জনের।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আগেরদিন সকাল আটটা থেকে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত আরও চারজনের মৃত্যু হয়েছে। তাদের নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত সরকারি হিসেবে মশাবাহিত এ রোগে মৃত্যু হলো ৫৬৯ জনের। আর চলতি মাসে মৃত্যু হলো ৮১ জনের।

মারা যাওয়া চারজনের মধ্যে বরিশাল বিভাগের, চট্টগ্রাম বিভাগের, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং খুলনা বিভাগের হাসপাতালে ভর্তি ছিলেন একজন করে। তাদের মধ্যে তিনজন পুরুষ আর একজন নারী।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১৫৩ জনকে নিয়ে চলতি বছরে সরকারি হিসেবে মোট রোগীর সংখ্যা এক লাখ ৭১১ জন। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৯৯ হাজার ৩৩৮ জন।

চলতি মাসে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া রোগী সংখ্যা নয় হাজার ২৪২ জন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত