কক্সবাজারের পর্যটনশিল্পকে অত্যন্ত সম্ভাবনাময় উল্লেখ করে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, এই পর্যটনের প্রচার বাড়ালে সমৃদ্ধ হবে দেশের অর্থনীতি।
রবিবার সকালে কক্সবাজার জেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এসময় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অর্থ মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, “সমুদ্র-সম্পদের সম্ভাবনাময় সুনীল অর্থনীতি দেশের অর্থনৈতিক উন্নয়নে এক অপার সম্ভাবনার দ্বার খুলে দেবে। এছাড়া কক্সবাজারের ট্যুরিজমকেও বেশি করে প্রমোট করা গেলে দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে।”
এসময় উপস্থিত কর্মকর্তাদের বিভিন্ন দিক নির্দেশনা ও পরামর্শ দেন সালেহ উদ্দিন।
জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোকাব্বির হোসেন। এ সময় জেলার বিভিন্ন দপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কর্মকর্তা, সাংবাদিকসহ ছাত্র প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
সভায় পর্যটন শিল্পের বিকাশ, একবার ব্যবহৃত প্লাস্টিকজাত পণ্য ব্যবহার বর্জন, স্বাস্থ্যশিক্ষা, রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।