Beta
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

অজেয় অস্ট্রেলিয়াকে হারাতে পারল না ভারত

ভারতের অধিনায়ক হারমানপ্রীত কৌর যা একটু লড়াই করেছেন। ছবি: সংগৃহীত
ভারতের অধিনায়ক হারমানপ্রীত কৌর যা একটু লড়াই করেছেন। ছবি: সংগৃহীত
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

[publishpress_authors_box]

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ মানেই যেন অস্ট্রেলিয়ার রাজত্ব। ২০০৯ সাল থেকে শুরু হওয়া বিশ্বকাপের ৮টি আসরের মধ্যে ৬ বারের চ্যাম্পিয়ন দলের নাম অস্ট্রেলিয়া। দুবাইয়ে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপেও সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে দলটি।

রবিবার ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়া পেয়েছে ৯ রানের জয়। ভারতকে হারিয়ে তারা তুলে নিল টুর্নামেন্টে টানা ৪টি জয়। এই জয়ে ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপ থেকে সবার আগে সেমিফাইনালে উঠল অস্ট্রেলিয়া। কিন্তু অস্ট্রেলিয়ার কাছে হেরে ভারতের সেমিফাইনালে সম্ভাবনা ঝুলে রইলো সুতোর ওপর। ৪ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট তাদের। পাশাপাশি ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ভালো অবস্থানে নিউজিল্যান্ড।

টানা চার জয়ে সেমিফাইনালে অস্ট্রেলিয়া। ছবি : আইসিসি

প্রথমে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১৫১ রান তোলে অস্ট্রেলিয়ার মেয়েরা। সর্বোচ্চ ৪০ রান করেন গ্রেস হ্যারিস। জবাবে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪২ রান তুলতে পারে ভারত। অধিনায়ক হারমানপ্রীতি কৌর সর্বোচ্চ ৫৪ রান করেও দলের হার ঠেকাতে পারেননি।

সোমবার নিউজিল্যান্ড পাকিস্তানকে হারিয়ে দিলে আনুষ্ঠানিক ভাবে ছিটকে যাবে ভারত। আর সেমিফাইনালের টিকিট পাবে কিউইরা। তবে পাকিস্তান নিউজিল্যান্ডকে হারালে সুযোগ থাকবে ভারতের। আবার পাকিস্তান খুব বড় ব্যবধানে জিতলে ভারত ও নিউজিল্যান্ড টপকে সেমিফাইনালে যেতে পারে তারাও।

ভারতের নেট রান রেট ০.৩২২, নিউজিল্যান্ডের ০.২৮২ আর পাকিস্তানের -০.৪৮৮। পাকিস্তান জিতলে নেট রান রেটে নির্ধারিত হবে গ্রুপ ‘এ’ থেকে অস্ট্রেলিয়ার সঙ্গী।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত