Beta
শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫
Beta
শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫

খেলা না হলে ফাইনালে যাবে ভারত

রোহিত-০৩৪
[publishpress_authors_box]

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামের সেমিফাইনালে মুখোমুখি হয়েছে ভারত-ইংল্যান্ড। এই ম্যাচের জন্য রাখা হয়নি রিজার্ভ ডে। তাহলে বৃষ্টির কারণে ম্যাচ শেষ করা না গেলে কী হবে? সেটা অবশ্য আইসিসি আগেই ঠিক করে রেখেছে। যে নিয়ম জানান দিচ্ছে, খেলা না হলে ফাইনালে যাবে ভারত।

বৃষ্টির সম্ভাবনা

আবহাওয়ার পূর্বাভাস ছিল, বৃহস্পতিবার (২৭ জুন) গায়ানায় বৃষ্টি হবে। সেটা হয়েছেও। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে টস হয়নি। খেলা শুরু হয়েছে প্রায় এক ঘণ্টার পর। এরপর খেলা শুরুর পর আরেক দফা বাগড়া দিয়েছে বৃষ্টি।

দ্বিতীয় সেমিফাইনালে নেই রিজার্ভ ডে

আইসিসির অদ্ভূত এক নিয়ম। প্রথম সেমিফাইনালে রাখা হয়েছে রিভার্জ ডে। অথচ দ্বিতীয় সেমিফাইনালে নেই কোনও রিজার্ভ ডে। দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তানের প্রথম সেমিফাইনালেও বৃষ্টির বাগড়া দেওয়ার পূর্বাভাস ছিল। যদিও একপেশে ম্যাচ বৃষ্টির আগেই শেষ হয়ে গিয়েছে।

তবে দ্বিতীয় সেমিফাইনাল, অর্থাৎ ভারত-ইংল্যান্ড ম্যাচে রিজার্ভ ডে নেই। আইসিসির ব্যাখ্যা হলো, ২৯ জুন হতে যাওয়া ফাইনালের সঙ্গে দ্বিতীয় সেমিফাইনালের গ্যাপ মাত্র একদিনের। তাই রিজার্ভ ডে রাখার সুযোগ নেই।

ম্যাচের সময় বেড়েছে ২৫০ মিনিট

রিজার্ভ ডে না থাকলেও ম্যাচের দৈর্ঘ্য বাড়ানো হয়েছে। নির্ধারিত সময়ের সঙ্গে যোগ করা হয়েছে অতিরিক্ত ২৫০ মিনিট। অর্থাৎ, ৪ ঘণ্টা ১০ মিনিট সময় বেশি পাওয়া গেছে। যেকারণে ওভার কমানোর সময়ও বেড়েছে। বাংলাদেশ সময় রাত ১২টা ৪০ মিনিট পর্যন্ত কোনও ওভার কাটা যাবে না। এই সময় পেরিয়ে গেলেই ওভার কমতে থাকবে।

ফল নির্ধারণে কত ওভার দরকার?

এত সময় যোগ করার পরও দেখা গেল খেলা শুরু করা গেল না। সেক্ষেত্রে ফল নিষ্পত্তি করতে দুই দলকে অন্তত ১০ ওভার করে খেলতে হবে। ভারত ১০ ওভার ও ইংল্যান্ড ১০ ওভার ব্যাটিং-বোলিং করবে। গ্রুপ ও সুপার এইটের সঙ্গে এই জায়গায় পার্থক্য রয়েছে সেমিফাইনালের। আগের রাউন্ডগুলোতে দুই দল ৫ ওভার করে খেললেই ফল পাওয়া যেত।

খেলা না হলে কী হবে?

বৃষ্টির কারণে খেলা না হলে রিজার্ভ ডে নেই। দেখা গেল ম্যাচ পরিত্যক্ত হলো। তখন ফাইনালে চলে যাবে ভারত। আইসিসি আগেই জানিয়ে দিয়েছে, সুপার এইটে যে দলের পয়েন্ট বেশি। বৃষ্টির কারণে সেমিফাইনাল না হলে ওই দলটি ফাইনালে চলে যাবে। সুপার এইটে ইংল্যান্ডের (৪) চেয়ে পয়েন্ট বেশি ভারতের (৬)। নিয়ম অনুযায়ী, রোহিত শর্মা পাবে ফাইনালের টিকিট।  

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত