Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

শেখ হাসিনাকে দিয়ে কথা দিল্লি বলাচ্ছে না : বিক্রম মিশ্রি

শেখ হাসিনা।
শেখ হাসিনা।
[publishpress_authors_box]

ঢাকায় এসে বিক্রম মিশ্রি বলে গিয়েছিলেন যে শেখ হাসিনার জন্য যেন দুই দেশের সম্পর্ক নষ্ট না হয়; দিল্লিতে ফিরে তিনি জানালেন, ভারতে বসে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর নানা কথা-বার্তায় তার সরকারের কোনও অনুমোদন নেই।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি দেশটির পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির কাছে শেখ হাসিনার ভারতে অবস্থান করে নানা বক্তব্য দেওয়ার বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেন বলে দেশটির সংবাদপত্র দ্য হিন্দু জানিয়েছে।

কংগ্রেস নেতা ও এক সময়ের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শশী থারুর নেতৃত্বাধীন এই কমিটিকে বিক্রম মিশ্রি বলেন, দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনা ব্যক্তিগত যোগাযোগ চ্যানেল ব্যবহার করে বিভিন্ন বক্তব্য-বিবৃতি দিচ্ছেন। নয়া দিল্লি সরকার এক্ষেত্রে কোনও ধরনের সহযোগিতা তাকে দিচ্ছে না।

সেই সঙ্গে তিনি এটাও বলেন যে শেখ হাসিনার এসব বক্তব্য-বিবৃতি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোনও বিষয় নয়।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে যাওয়ার পর এখনও সেখানেই রয়েছেন। ভারতে থেকে তিনি দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলছেন, বক্তব্য-বিবৃতি দিচ্ছেন। তার পতনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে সমালোচনাও করছেন।  

তা নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উষ্মাও প্রকাশ করেন। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় ভারতের প্রতি ক্ষোভও রয়েছে অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। আওয়ামী লীগ সভাপতির বক্তব্য-বিবৃতি প্রচারে আদালতের নিষেধাজ্ঞাও আসে।

আগস্টের পর থেকে ঢাকা-দিল্লি সম্পর্কে টানাপড়েন চলছিল। তারপর নভেম্বরে হিন্দু ধর্মীয় নেতা চিন্ময় ব্রহ্মচারীকে গ্রেপ্তারের পর তা উত্তেজনায় গড়ায়। দুই দেশেই পাল্টাপাল্টি ক্ষোভ প্রকাশ চলতে থাকে, তার মধ্যে ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশ মিশনেও হামলা হয়।

সেই পরিস্থিতিতে গত সোমবার পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে যোগ দিতে ঢাকায় আসেন বিক্রম মিশ্রি। ওই বৈঠকের পর তিনি প্রধান উপদেষ্টা ড. ইউনূস এবং পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে দেখাও করেন।

সচিবালয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। ছবি : সকাল সন্ধ্যা
ঢাকায় সাংবাদিকদের মুখোমুখি ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। ছবি : সকাল সন্ধ্যা

ওই সব বৈঠকেও বিক্রমকে জানানো হয় যে নয়া দিল্লিতে বসে শেখ হাসিনার নানা বক্তব্য-বিবৃতিকে উসকানিমূলক হিসাবে দেখছে বাংলাদেশ সরকার। এবং তা নিয়ে সরকারের উদ্বেগের কথাও জানানো হয়েছিল।

তখন বিক্রমের পক্ষ থেকে বলা হয়েছিল, শেখ হাসিনা যে ধরনের বক্তব্য দিচ্ছেন, তা নরেন্দ্র মোদীর সরকারও পছন্দ করছে না। সেই সঙ্গে তিনি এই আরজিও রেখেছিলেন, শেখ হাসিনার কার্যক্রম যেন দুই দেশের সম্পর্কে বাধা হয়ে না দাঁড়ায়।

ঢাকা সফর করে যাওয়ার এক দিন বাদে নিজ দেশের পার্লামেন্টারি কমিটির কাছে তিনি বলেছেন, শেখ হাসিনা যে কথা-বার্তা বলছেন, তা অনুমোদন না করার মাধ্যমে সরকার বোঝাচ্ছে যে অন্য কোনও দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের নীতি দিল্লির নেই।

আগস্ট থেকে বাংলাদেশে হিন্দু নির্যাতনের ঘটনাগুলোয় নয়া দিল্লি উদ্বেগের কথাও ঢাকাকে জানিয়ে এসেছেন বলে পার্লামেন্টারি কমিটিকে জানান বিক্রম। বাংলাদেশ সরকার যে এসব হামলায় জড়িত ৮৮ জনকে গ্রেপ্তার করেছে, তাও তুলে ধরেন তিনি।  

পররাষ্ট্র সচিব আরও বলেন, ঢাকা-দিল্লির মধ্যে স্বাক্ষরিত বিভিন্ন চুক্তি পুনঃমূল্যায়নের যে কথা উঠেছে, সে বিষয়ে ড. ইউনূসের সঙ্গে তার কোনও আলাপ হয়নি।

আওয়ামী লীগ সরকার আমলে থাকা উষ্ণ সম্পর্ক আগস্টের পর থেকে ক্রমাগত অবনতির দিকে গেলেও বিক্রম দাবি করছেন, তার সফরের মধ্য দিয়ে তা উন্নতির দিকে মোড় নিয়েছে।

তিনি পার্লামেন্টারি কমিটিতে বলেছেন, মোদীর সরকার একটি গণতান্ত্রিক, শান্তিপূর্ণ, স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ দেখতে চায়।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত