বৃষ্টিতে ভেসে গেছে দুই দিন। পাঁচ দিনের টেস্টের নিয়তি লেখা হয়ে যায় তখনই। তবু ব্যতিক্রম কিছু থাকে। টেস্ট ইতিহাসেই অন্তত দুই দিন ভেসে যাওয়ার পর ম্যাচে জয়-হারের রেকর্ড কেবল ৮টি। প্রথম দল হিসেবে এরকম টেস্টে ৩বার হারল বাংলাদেশ!
২০০১ সালে হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবার তিন দিনে টেস্ট হারে বাংলাদেশ। সেই নিউজিল্যান্ডের সঙ্গেই ২০১৯ সালে ওয়েলিংটনে দ্বিতীয়বার হারে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর দল কানপুরে আজ (মঙ্গলবার) তৃতীয়বার পেল সেই লজ্জা। এই টেস্টে প্রথম দিনও খেলা হয়নি প্রায় অর্ধেক দিন।
অন্তত দুই দিন খেলা না হওয়া টেস্টের জয়ী-পরাজিত দল
জয়ী পরাজিত সাল ভেন্যু
ইংল্যান্ড নিউজিল্যান্ড ১৯৫৫ ডানেডিন
ইংল্যান্ড নিউজিল্যান্ড ১৯৫৮ হেডিংলি
ইংল্যান্ড দ.আফ্রিকা ২০০০ সেঞ্চুরিয়ন
নিউজিল্যান্ড বাংলাদেশ ২০০১ হ্যামিল্টন
নিউজিল্যান্ড বাংলাদেশ ২০১৯ ওয়েলিংটন
নিউজিল্যান্ড ভারত ২০২১ সাউদাম্পটন
ইংল্যান্ড দ.আফ্রিকা ২০২২ ওভাল
ভারত বাংলাদেশ ২২০৪ কানপুর
এছাড়া তিন দিনে দুইবার করে টেস্ট হেরেছে নিউজিল্যান্ড (১৯৫৫ ও ১৯৫৮ বিপক্ষ ইংল্যান্ড)। দক্ষিণ আফ্রিকাও হেরেছে দুবার (২০০০ ও ২০২২ বিপক্ষ ইংল্যান্ড)। ভারত ২০২১ সালে সাউদাম্পটনে নিউজিল্যান্ডের কাছে হেরেছিল তিন দিনে।
সর্বোচ্চ রান রেট
দুই ইনিংস মিলিয়ে ওভার প্রতি ভারতের রান রেট ৭.৩৬। বাংলাদেশি বোলাররা কতটা সাদামাটা ছিল, এই রান রেটই তার প্রমাণ। টেস্টে এত বেশি রান রেট নেই আর কোনো দলের। ২০০৫ সালে কেপটাউন টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ৬.৮০ রান রেট ছিল এতদিনের সেরা।
দুই দলের রান রেটেও রেকর্ড
ভারত-বাংলাদেশ মিলে চার ইনিংসে ওভার প্রতি রান করেছে ৪.৩৯ রেটে। ভারতের মাটিতে কোনো টেস্টে এটাই সর্বোচ্চ। আগের রেকর্ড ছিল ১৯৮২ সালে চেন্নাই টেস্টে ভারত-শ্রীলঙ্কার ৪.১৩।
গাভাস্কারকে ছাড়িয়ে জয়সওয়াল
এ বছর যশস্বী জয়সওয়ালের টেস্টে রান ৯২৯। বয়স ২৩ বছর হওয়ার আগে টেস্টে ভারতীয়দের মধ্যে এক বছরে সর্বোচ্চ রান এটাই। আগের সেরা ছিল ১৯৭১ সালে সুনীল গাভাস্কারের ৯১৮।
মুরালিধরনের পাশে অশ্বিন
টেস্টে যৌথভাবে সর্বোচ্চ সিরিজসেরার পুরস্কার জিতলেন রবিচন্দ্রন অশ্বিন। তার সমান ১১ বার সিরিজ সেরা হয়েছেন শ্রীলঙ্কান কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন।