Beta
মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫

ভারতের জার্সি বিতর্কে আইসিসির হস্তক্ষেপ চায় পিসিবি

ভারতের জার্সিতে থাকছেন না পাকিস্তানের নাম। ছবি : এনডিটিভি
ভারতের জার্সিতে থাকছেন না পাকিস্তানের নাম। ছবি : এনডিটিভি
[publishpress_authors_box]

চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে শুরু থেকেই ভারত জানিয়ে আসছিল, তারা পাকিস্তানে দল পাঠাবে না। এ নিয়ে জল গড়িয়েছে বহুদূর। শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি। স্বাগতিক পাকিস্তান হলেও ভারত তাদের ম্যাচগুলো খেলবে দুবাইয়ে।

কোন টুর্নামেন্টের আগে অধিনায়কদের ফটোসেশন সাধারণ ব্যাপার। সেই ফটোসেশনেও ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার পাকিস্তানে আসা অনিশ্চিত। এবার ভারতীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের জার্সিতে স্বাগতিক পাকিস্তানের নাম রাখবে না ভারতীয় দল!

এই সংবাদ প্রকাশের পর খেপেছে পিসিবি। আইএএনএসকে নাম প্রকাশ না করার শর্তে পিসিবির এক কর্মকর্তা বলেছেন এ নিয়ে আইসিসির হস্তক্ষেপ চান তারা।

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের জার্সিতে লেখা ছিল ভারতের নাম।

ব্যাপারটা আইসিসির নজরে আনা হবে জানিয়ে তিনি বলেছেন,‘‘ ক্রিকেটে রাজনীতি নিয়ে এসেছে বিসিসিআই। তারা পাকিস্তান সফর করতে অস্বীকৃতি জানাল। উদ্বোধনী অনুষ্ঠানে অধিনায়ককেও পাঠাতে চায় না। এখন আয়োজক দেশের নাম জার্সিতে ছাপাতে চাচ্ছে না। আমাদের বিশ্বাস, আইসিসি এটা হতে দেবে না আর পাশে থাকবে পাকিস্তানের।’’

একটা টুর্নামেন্ট অন্য কোনো দেশে সরে গেলেও আয়োজক দেশের নাম ও সাল লেখা থাকে জার্সিতে। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারত থেকে সরে যায় আরব আমিরাতে তবে সব দলের জার্সিতে ভারতের নামই ছিল। এবার কি ভারতের জার্সিতে থাকবে পাকিস্তানের নাম?

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত