Beta
রবিবার, ৭ জুলাই, ২০২৪
Beta
রবিবার, ৭ জুলাই, ২০২৪

বুমরা ম্যাজিকে পাকিস্তানকে হারাল ভারত

ভারত-৬৭
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

আইপিএলে বল হাতে আগুন ঝরিয়েছেন জসপ্রিত বুমরা। ভারতের জার্সিতে তিনি আরও ভয়ঙ্কর। ডানহাতি এই পেসারের তোপে বিশ্বকাপে আরেকবার পাকিস্তানকে হারাল ভারত। পাকিস্তানের বোলাররা জয়ের যে পথ তৈরি করে দিয়েছিলেন, সেটি কাজে লাগাতে পারেননি বাবর আজমরা।

নিউইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানকে ৬ রানে হারিয়েছে ভারত। টস হেরে ব্যাটিংয়ে নেমে মোটেও সুবিধা করতে পারেনি ভারত। ১৯ ওভারে অলআউট হয় ১১৯ রানে। স্কোরবোর্ডে বেশি রান না উঠলেও নিউইয়র্কের স্লো পিচে এই লক্ষ্যটাই কঠিন ছিল। বুমরাদের চমৎকার বোলিংয়ে ২০ ওভারে ৭ উইকেটে পাকিস্তান করতে পারে ১১৩ রান।

১২০ রানের লক্ষ্য সহজ নয়, ইনিংস বিরতিতে জানিয়েছিলেন মোহাম্মদ আমির। করণীয় কী সেটাও বলেছিলেন তিনি, “শুরুটা ভালো হওয়া দরকার।”

মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজমের শুরুটা মন্দ ছিল না। ২৬ রানে পাকিস্তান প্রথম উইকেট হারায় বাবরের বিদায়ে। নিজের দ্বিতীয় ওভারে প্রথমবার উইকেট উদযাপন করেন বুমরা। স্লিপে দারুণ ক্যাচ নিয়ে পাকিস্তান অধিনায়ককে (১৩) ফেরান সূর্যকুমার।

পরে ‍রিজওয়ান-উসমান খান জুটিতে এগোচ্ছিল পাকিস্তান। যদিও বেশিক্ষণ টিকতে পারেননি উসমান (১৩)। একইভাবে ভালো শুরু পেয়ে বিদায় নিয়েছেন ফখর জামান (১৩)। প্রয়োজনের সময় ব্যর্থ হয়েছেন শাদাব খান (৪) ও ইফতিখার আহমেদ (৫)।

টার্নিং পয়েন্ট

৪ ওভারে বুমরা বাউন্ডারি হজম করেছেন মোটে একটি। সেটাও শুরুর দিকে বাবর আজমের ব্যাট থেকে। রিজওয়ানের সঙ্গে বাবরের জুটিটা যখন দাঁড়িয়ে যাচ্ছিল, সেই সময় কাঙ্ক্ষিত ব্রেক থ্রু এনে দেন বুমরা।

এরপরও পাকিস্তানের জয়ের পাল্লা ভারি ছিল রিজওয়ান ক্রিজে থাকায়। বুমরার ম্যাজিকে পাল্টে যায় হিসাব। বোলিংয়ে ফিরেই বিদায় করেন রিজওয়ানকে। ৪৪ বলে ৩১ রান করে এই উইকেটকিপার ফেরার পরই মোমেন্টাম পেয়ে যায় ভারত। বিপরীতে পাকিস্তানের আত্মবিশ্বাসের চিড় ধরে।

চতুর্থ ব্যাটার হিসেবে আউট হয়েছেন রিজওয়ান। তবে তিনি ছাড়া ম্যাচজেতানো খেলোয়াড় আর কেউ ছিলেন না।

বুমরার তৃতীয় ওভারের ওই ম্যাজিক বলটাই ঘুরিয়ে দেয় ম্যাচের মোড়। তার নিচু হয়ে যাওয়া বল বুঝতে না পেরে ব্যাট চালিয়েছিলেন রিজওয়ান। ফল, ক্লিন বোল্ড।

সেরা মুহূর্ত

ফখর জামান ক্রিজে এসে আগ্রাসী হয়ে উঠেছিলেন। আস্কিং রেট কমিয়ে ম্যাচ নিয়ন্ত্রণে নিতে মারমুখী অবস্থানে তিনি। ঠিক সেসময়ই হার্দিক পান্ডিয়ার আঘাত। হার্দিকের শর্ট বল ঘুরিয়ে মারতে গিয়ে ব্যাটে ঠিকঠাক লাগাতে পারেনি এই বাঁহাতি ব্যাটার। ব্যাটের কানায় লেগে বল উঠে গেলে উইকেটের পেছনে দারুণ ক্যাচ নেন ঋষভ পন্ত।

ফখর যেভাবে হাত খুলে মারতে শুরু করেছিলেন, তাকে ফেরাতে না পারলে শেষ দিকে হয়তো রানের চাপে পড়তো না পাকিস্তানকে।

ফখরকে বিদায় করা হার্দিক ৪ ওভারে ২৪ রান দিয়ে নেন ২ উইকেট। একটি করে উইকেট পেয়েছেন আর্শদীপ সিং ও অক্ষর প্যাটেল। তবে বোলারদের ম্যাচে সবটুকু আলো নিজের দিকে নিয়েছেন বুমরা। এই পেসার ৪ ওভারে মাত্র ১৩ রান খরচায় নেন ৩ উইকেট। এমন পারফরম্যান্সের পর ম্যাচসেরার পুরস্কার তার হাতে না উঠলে চলে!

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত