Beta
রবিবার, ৭ জুলাই, ২০২৪
Beta
রবিবার, ৭ জুলাই, ২০২৪

রোহিতের ডাকে জনসমুদ্র মুম্বাই

333
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপের শিরোপা উদযাপনের জন্য মুম্বাইবাসীকে আহবান জানিয়েছিলেন রোহিত শর্মা। সেই ডাকে সাড়া দিয়ে লাখো মানুষ নেমে এসেছিলেন মুম্বাইয়ের রাস্তায়। মেরিন ড্রাইভের রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। দাঁড়িয়ে পড়ে গাড়ি।

এই ভিড়ের মধ্যে ক্রিকেটারদের হুড খোলা বাস কী ভাবে যাবে-ব্যাপারটা ছিল চ্যালেঞ্জের। সেই চ্যালেঞ্জ পেরিয়ে শেষ পর্যন্ত ওয়াংখেড়ে স্টেডিয়ামে আসেন বিশ্বকাপজয়ী ক্রিকেটাররা। বিমান বিমানবন্দর ছুঁতেই দেওয়া হয় ওয়াটার ক্যানন স্যালুট। দমকলের দু’টি ইঞ্জিন বিমানের দু’দিকে দাঁড়িয়ে এই ওয়াটার ক্যানন স্যালুট দেয়। বিমানের সামনে তিনটি গাড়ি ছিল। মাঝের গাড়িতে ছিল ভারতের জাতীয় পতাকা।

 

ক্রিকেটারদের সামনে একটি ব্যানার ছিল। তাতে লেখা, ‘বিশ্বচ্যাম্পিয়নদের শুভেচ্ছা।’ বাসের মাথায় ট্রফি নিয়ে উল্লাস করছেন ভারতীয় ক্রিকেটাররা। রোহিতদের দেখতে রাস্তার ধারে গাছের উপরেও লোক উঠে পড়েছে। 

 ট্রফি ছিল হার্দিক পান্ডিয়ার হাতে। বাসেও সামনের আসনে ট্রফি হাতে বসেছিলেন তিনি। মুম্বাইয়ের অধিনায়ক হিসেবে ওয়াংখেড়ে বহুবার দুয়ো শুনেছেন হার্দিক। সেই স্টেডিয়ামেই তার নামে উঠে জয়োধ্বনি।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে নেচেছেন ভারতীয় ক্রিকেটারেরা। গানের তালে কোমর দুলিয়েছেন রোহিত, কোহলি, হার্দিকরা। মাঠের মাঝে একটি মঞ্চ করা হয়েছে। তার সামনে চেয়ারে বসে ক্রিকেটারেরা। ট্রফি রেখে জাতীয় সঙ্গীত গেয়েছেন তারা। তাতে গলা মিলিয়েছেন দর্শকরাও। সবমিলিয়ে দিনটা ছিল উৎসবমুখর। ১৩ বছর পর বিশ্বকাপ জয়ের আনন্দে শুধু মুম্বাই নয় মেতেছিল পুরো ভারত।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত