এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বৃষ্টি প্রতিপক্ষের চেয়ে কোনও অংশে কম যাচ্ছে না। ম্যাচে নামার আগে বৃষ্টির হিসাব মাথায় রাখতে হচ্ছে। সেমিফাইনালে কয়েক দফার বৃষ্টিতে ম্যাচ বন্ধ রাখতে হয়েছিল। ফাইনালেও আছে বৃষ্টির চোখরাঙানি। বৃষ্টিতে বার্বাডোসের শিরোপা নির্ধারণী ম্যাচ না হলে কী হবে, সেই কৌতূহল নিশ্চয় অনেকের আছে।
এবারের বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা। ভারত তৃতীয়বার উঠেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে, অন্যদিকে যেকোনও বিশ্বকাপের ফাইনালে প্রথমবার জায়গা পেয়েছে প্রোটিয়ারা। বাংলাদেশ সময় ২৯ জুন (শনিবার) রাত সাড়ে ৮টায় ফাইনালে মুখোমুখি হবে দল দুটি।
বৃষ্টি এলে কী হবে?
ভারত-ইংল্যান্ডের দ্বিতীয় সেমিফাইনালে বৃষ্টি বাগড়া দিয়েছিল। তবে এই ম্যাচের জন্য ছিল না রিজার্ভ ডে। তবে ফাইনালে রাখা হয়েছে রিজার্ভ ডে। বৃষ্টির কারণে খেলা না হলে ম্যাচ গড়াবে পরের দিন। অর্থাৎ, বাংলাদেশ সময় ৩০ জুন।
ফাইনালের সময় বেড়েছে
ফাইনালের নির্ধারিত দিনেই খেলা শেষ করার লক্ষ্য আইসিসির। এ কারণে ম্যাচ শেষ করতে যোগ করা হয়েছে অতিরিক্ত ১৯০ মিনিট। অর্থাৎ, বৃষ্টি বাগড়া দিলে ওভার কাটা শুরু হবে ৩ ঘণ্টা ১০ মিনিট পর থেকে।
ফল নির্ধারণে কত ওভার দরকার?
ফাইনালের সময় বাড়ানোর হয়েছে। কিন্তু দেখা গেল, এই সময়েও খেলা শেষ করা সম্ভব হচ্ছে না। তখন ওভার কাটা শুরু হবে। সেক্ষেত্রে ফল নিষ্পত্তি করতে দুই দলকে অন্তত ১০ ওভার করে খেলতে হবে। ভারত ১০ ওভার ও দক্ষিণ আফ্রিকা ১০ ওভার ব্যাটিং-বোলিং করবে। নির্ধারিত দিনে ১০ ওভারের ম্যাচ শেষ করা না গেলেই ফাইনাল চলে যাবে রিজার্ভ ডে’তে।
এরপরও খেলা শেষ না হলে?
নিধারিত দিনের পর রিজার্ভ ডে’তেও খেলা শেষ করা গেল না। তাহলে কী হবে? সেমিফাইনালে নিয়ম ছিল, সুপার এইটে যে দলের পয়েন্ট বেশি ছিল, খেলা শেষ না হলে তারা চলে যাবে ফাইনালে। তবে ফাইনালে এই নিয়ম নেই। টুর্নামেন্টের আগের অংশের কোনও ফল কাজে আসবে না শিরোপা নির্ধারণী মঞ্চে।
বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা হলে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে ভারত ও দক্ষিণ আফ্রিকাকে। ম্যাচ টাই হওয়ার পর বৃষ্টির কারণে সুপার ওভার না হলেও যৌথ চ্যাম্পিয়ন হবে দল দুটি।
বৃষ্টির সম্ভাবনা
বার্বাডোসের আবহাওয়ার পূর্বাভাস বলছে, ফাইনালের দিনে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। অ্যাকুওয়েদারের পূর্বাভাস হলো, ম্যাচ চলাকালীন বৃষ্টির সম্ভাবনা ২০ থেকে ৪৭ শতাংশ। এমনকি রিজার্ভ ডে’তেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।