Beta
বুধবার, ৩ জুলাই, ২০২৪
Beta
বুধবার, ৩ জুলাই, ২০২৪

হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল ধোনির

cccccccccc
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

সামাজিক যোগাযোগ মাধ্যমে তেমন দেখা যায় না। ফোনেও পাওয়া কঠিন মহেন্দ্র সিং ধোনিকে। সেই ‘ক্যাপ্টেন কুল’ অসাধারণ বিশ্বজয়ের দিনে আর আড়ালে থাকলেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন ম্যাচ দেখার সময় হৃদস্পন্দন বেড়ে যাওয়ার কথা।

ভারত প্রথম বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ধোনির নেতৃত্বে। ২০০৭ সালে জোহানেসবার্গের সেই মুহূর্তই যেন ফিরে এসেছিল বার্বাডোসে। সেবার পাকিস্তানের বিপক্ষে শেষ ওভারে এসেছিল রুদ্ধশ্বাস জয়। এবার প্রোটিয়াদের সঙ্গে জয়ও সেই শেষ ওভারে।

 

ফাইনাল শেষে ইনস্টাগ্রামে ধোনি লিখেছেন, “বিশ্বকাপ চ্যাম্পিয়ন ২০২৪। আমার হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল। শান্ত থেকে, নিজেদের প্রতি বিশ্বাস রেখে দারুণ কাজ করেছো। দেশ কিংবা বিদেশে থাকা সব ভারতীয়ই বিশ্বকাপ জেতার জন্য তোমাদের ধন্যবাদ জানাতে চায়। অনেক শুভেচ্ছা। আমার জন্মদিনের আগে এমন উপহারের জন্য আরও ধন্যবাদ।”

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শচীন টেন্ডুলকারও শুভেচ্ছা জানিয়েছেন রোহিত শর্মাদের, ‘‘ভারতীয় দলের জার্সিতে যতগুলো তারা যোগ হয়, আমাদের ছোট ছেলেমেয়েরা ততই স্বপ্নের দিকে এগিয়ে যায়। ভারত জার্সিতে চতুর্থ তারা যুক্ত করল। টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয় বার। ওয়েস্ট ইন্ডিজে ভারতীয় ক্রিকেটের একটা বৃত্ত পূর্ণ হল। ২০০৭ সালের বিশ্বকাপে সে দেশের মাটিতে আমাদের পতন থেকে ২০২৪ সালে ক্রিকেটবিশ্বের মহাশক্তি হয়ে ওঠা।’’

রাহুল দ্রাবিড় কোচ হিসেবে বিশ্বকাপ জেতায় আরও বেশি খুশি টেন্ডুলকার, ‘‘ আমার বন্ধু রাহুল দ্রাবিড়ের জন্য খুব ভালো লাগছে। ও ২০১১-র বিশ্বকাপ জিততে পারেনি। কিন্তু এই টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে অনেক অবদান ওর।’’

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এক্স-এ জানিয়েছেন শুভেচ্ছা, ‘‘ভারতীয় দলের জন্য আমরা গর্বিত। এই ম্যাচটা ছিল ঐতিহাসিক।’’

এই জয়টা যে একদিনে আসেনি সংবাদ সম্মেলনে সেটা স্মরণ করিয়ে দিলেন অধিনায়ক রোহিত শর্মা, ‘‘দলের সবাই কঠোর পরিশ্রম করেছে। তাই এই জয় একটা দিনের নয়, গত ৩-৪ বছরের জয়। গত ৩-৪ বছরে যা পরিশ্রম করেছি তারই ফল পেলাম। হারতে হারতে সবাই বুঝেছে, কঠিন পরিস্থিতিতে কেমন খেলতে হয়। দেওয়ালে পিঠ ঠেকে গেলে কী ভাবে ফিরতে হয়, সেটা আমরা দেখিয়েছি। যখন খেলা দক্ষিণ আফ্রিকার হাতে ছিল তখনও আমরা একটা দল হয়ে খেলেছি। আমরা জিততে চেয়েছিলাম। এ রকম একটা প্রতিযোগিতা জিততে চেয়েছিলাম। দলের সবাইকে নিয়ে আমি গর্বিত।’’

৩ উইকেট নিয়ে ভারতের জয়ের অন্যতম নায়ক হার্দিক পান্ডিয়া। ম্যাচ শেষে তিনি জানালেন, ‘‘ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়েছি। অনেক পরিশ্রম করেছি। কিন্তু সাফল্য আসছিল না। আমার কাছে এটা আরও বিশেষ মুহূর্ত। কারণ, গত ৬ মাসে আমার সঙ্গে অনেক কিছু হয়েছে। চুপ করে ছিলাম। একটাও কথা বলিনি। জানতাম, যদি পরিশ্রম করে যাই তা হলে একদিন জবাব দেওয়ার সুযোগ পাব। জানতাম, একদিন এই দিনটা আসবে।’’

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত