ভারতের প্রখ্যাত কবি, চলচ্চিত্র নির্মাতা এবং লেখক প্রীতীশ নন্দী মারা গেছেন। বুধবার, তার দক্ষিণ মুম্বাইয়ের বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু ঘটে বলে জানা যায়। প্রীতীশ নন্দীর বয়স হয়েছিল ৭৩ বছর। বুধবার সন্ধ্যায় তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে।
লেখালেখির পাশাপাশি, সাংবাদিকতার সঙ্গেও যুক্ত ছিলেন প্রীতীশ নন্দী। দীর্ঘদিন টাইমস অফ ইন্ডিয়ার পাবলিশিং ডিরেক্টর ছিলেন। এ ছাড়া, দ্য ইলাস্ট্রেটেড উইকলি অফ ইন্ডিয়া, দ্য ইন্ডিপেন্ডেন্ট এবং ফিল্মফেয়ার-এর মতো পত্রিকার সম্পাদনাও করেছেন। নিয়মিত কলাম লিখেছেন দৈনিক ভাস্কর, সংবাদ প্রতিদিন ও মুম্বাই মিরর-এর মতো পত্রিকায়।
‘সুর’, ‘কাঁটে’, ‘ঝাংকার বিটস’, ‘চামেলি’, ‘হাজারো খোয়াইশে অ্যাইসি’, ‘পেয়ার কে সাইড এফেক্টস’ এর মতো চলচ্চিত্রের নির্মাতা প্রীতীশ নন্দী। সম্প্রতি ‘ফোর মোর শটস প্লিজ’ এবং ‘মডার্ন লাভ মুম্বাই’-এর মতো ওয়েব সিরিজও নির্মাণ করেছিলেন প্রয়াত এই নির্মাতা ও লেখক। মহারাষ্ট্রের রাজ্যসভার সাংসদও হয়েছিলেন প্রীতীশ।
সোশ্যাল মিডিয়ায় তার মৃত্যুর খবরটি প্রথম জানা যায় বলিউডের খ্যাতিমান তারকা অনুপম খেরের পোস্টের মাধ্যমে। ইন্সটাগ্রামে তিনি লিখেছেন, ‘আমার সবথেকে প্রিয় এবং ঘনিষ্ঠ বন্ধুদের একজন প্রীতিশ নন্দীর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত এবং মর্মাহত! প্রীতীশ একজন কবি, লেখক, চলচ্চিত্র নির্মাতা, একজন অসম সাহসী ব্যক্তি এবং সাংবাদিক। মুম্বাইতে আমার শুরুর দিনগুলোতে সে আমাকে সাহস ও প্রেরণা জুগিয়েছিল। একসঙ্গে কাটানো সময়গুলো খুব মিস করবো।”