Beta
মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫

২০২৪ এ মূল্যস্ফীতি ১৩ বছরে সর্বোচ্চ

মূল্যস্ফীতি এখনও দুই অঙ্কের কোঠায়, বাজারে গেলে নাভিঃশ্বাস উঠছে নিম্ন আয়ের মানুষের। এই অবস্থায় কম দামে বিভিন্ন পণ্য বিক্রি করছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আর সেখানে প্রতিদিনই ভিড় বাড়ছে। ছবি : জীবন আমীর
মূল্যস্ফীতি এখনও দুই অঙ্কের কোঠায়, বাজারে গেলে নাভিঃশ্বাস উঠছে নিম্ন আয়ের মানুষের। এই অবস্থায় কম দামে বিভিন্ন পণ্য বিক্রি করছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আর সেখানে প্রতিদিনই ভিড় বাড়ছে। ছবি : জীবন আমীর
[publishpress_authors_box]

নির্বাচন আর অভ্যুত্থানের মধ্যে বছরজুড়েই মূল্যস্ফীতির চাপে পিষ্ট ছিল বাংলাদেশের মানুষ; বছর শেষে হিসাব কষে দেখা গেল, ২০১১ সালের পর জিনিসপত্রের মূল্য এতটা আর কখনও বাড়েনি।

২০২৪ সালে ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ গড় মূল্যস্ফীতির তথ্য উঠে এসেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ প্রতিবদনে, যা সোমবারই প্রকাশিত হয়েছে।

বিবিএস জানায়, সারাদেশের ৬৪টি জেলার ১৫৪টি হাট-বাজার থেকে নির্ধারিত সময়ে তথ্য-উপাত্ত সংগ্রহ করে প্রাপ্ত উপাত্ত বিশ্লেষণ করে ডিসেম্বর ২০২৪ মাসের সিপিআই (কনজ্যুমার প্রাইস ইনডেক্স) প্রস্তুত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ১২ মাসে গড় মূল্যস্ফীতি হয়েছে ১০ দশমিক ৩৪ শতাংশ।

অর্থাৎ, আগের বছর ২০২৩ সালে দেশের সাধারণ মানুষ যে পণ্য বা সেবা ১০০ টাকায় পেয়েছিল, গত বছর সেই একই পণ্য বা সেবা পেতে গড়ে ১০ দশমিক ৩৪ টাকা বেশি ব্যয় করতে হয়েছে।

এর চেয়ে বেশি মূল্যস্ফীতি দেখা গিয়েছিল ২০১১ সালে, ১১ দশমিক ৪০ শতাংশ।

২০২৩ সালে দেশে গড় মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৪৮ শতাংশ। ২০২১-২২ অর্থবছরকে ভিত্তি বছর ধরে এই প্রতিবেদন তৈরি করেছে বিবিএস।

২০০৯ সাল থেকে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল দেশে। ২০২৪ সালের জানুয়ারিতে নির্বাচনের পর টানা চতুর্থ মেয়াদে সরকারও গঠন করে।

কিন্তু বছরের মাঝামাঝিতে এসে চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের সেই আন্দোলন তুঙ্গে ওঠে। রক্তাক্ত অভ্যুত্থানে গত ৫ আগস্ট পতন ঘটে শেখ হাসিনার সরকারের।

এরপর অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়ে চেষ্টা চালালেও এখনও মূল্যস্ফীতির রাশ টানতে পারেনি।

বিবিএসের প্রতিবেদনে বলা হয়, গত বছরের শেষ মাস ডিসেম্বরে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে দেশে সাধারণ মূল্যস্ফীতি হয়েছে ১০ দশমিক ৮৯ শতাংশ।

অর্থাৎ ২০২৩ সালের ডিসেম্বরের যেই পণ্য বা সেবা ১০০ টাকায় পাওয়া যেত, গত মাসে পেতে অতিরিক্ত ১০ দশমিক ৮৯ টাকা খরচ করতে হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী গত মাসে দেশে খাদ্যপণ্যের দামই সবচেয়ে বেশি ১২ দশমিক ৯২ হারে বেড়েছিল। আর খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি হয়েছিল ৯ দশমিক ২৬ শতাংশ হারে।

বিবিএসের হিসাবে গত মাসে গ্রামাঞ্চলে সাধারণ মূল্যস্ফীতি হয়েছিল ১১ দশমিক ০৯ শতাংশ এবং শহরাঞ্চলে ১০ দশমিক ৮৪ শতাংশ।

গত ডিসেম্বর মাসে গ্রামীণ সূচকে খাদ্য উপখাতে মূল্যস্ফীতি হয়েছিল ১২ দশমিক ৬৩ শতাংশ, আর খাদ্যবহির্ভূত উপখাতে মূল্যস্ফীতি হয়েছিল ৯ দশমিক ৬৫ শতাংশ।

গত মাসে শহরাঞ্চলে খাদ্য উপখাতে মূল্যস্ফীতি হয়েছিল সর্বোচ্চ ১৩ দশমিক ৫৬ শতাংশ এবং খাদ্য বহির্ভূত উপখাতে ৯ দশমিক ১৭ শতাংশ হারে।

এদিকে গত মাসে জাতীয় পর্যায়ে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে সাধারণ মজুরি হার বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ১৪ শতাংশ। আগের মাস নভেম্বরে এই হার ছিল ৮ দশমিক ১০ শতাংশ।

ডিসেম্বর ২০২৪ এ তিনটি বৃহৎ খাতে (কৃষি, শিল্প, সেবা) মজুরি হার পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে হয়েছে যথাক্রমে ৮ দশমমিক ৩৯ শতাংশ, ৭ দশমিক ৭৭ শতাংশ এবং ৮ দশমিক ৪৩ শতাংশ।

তার আগের মাস নভেম্বর মাসে কৃষি শিল্প ও সেবা খাতে যথাক্রমে এই হার ছিল ৮ দশমিক ৩৬ শতাংশ, ৭ দশমিক ৭৩ শতাংশ এবং ৮ দশমিক ৪০ শতাংশ।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত