Beta
শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
Beta
শুক্রবার, ৫ জুলাই, ২০২৪

মজুরির উল্টো গতি মূল্যস্ফীতিতে, পাতে পড়ছে চাপ

ss-income-inflation-daily-labour-160624
Picture of আবদুর রহিম হারমাছি

আবদুর রহিম হারমাছি

সাখাওয়াত হোসেন। ঢাকার শেওড়াপাড়ায় একটি সেলুনে কাজ করেন পাঁচ বছর ধরে। প্রতিদিনের মজুরি ও বকশিশ মিলে মাসে ২০ হাজার টাকার মতো আয় তার। স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে নিয়ে মোটামুটি চলে যাচ্ছিল সাখাওয়াতের। আগে সামান্য কিছু হলেও সঞ্চয় করতেন। বাজারের উত্তাপে এখন আর এই নরসুন্দরের সংসার চলে না। প্রতি মাসেই ধার-দেনা করে সংসার চালাতে হয় তাকে।

৩৫ বছর বয়সী সাখাওয়াত তার কষ্টের কথা শোনালেন। সকাল সন্ধ্যাকে তিনি বললেন, “এখন খুব কষ্ট হচ্ছে, স্যার। আর চলছে না। হিসাব মেলাতে পারি না। এক কেজি আলু কিনতেই ৬০ টাকা লাগে। বাজারে সব কিছুর দাম অনেক বেশি।” 

সাখাওয়াতের মতো দেশের সব দিনমজুর-শ্রমিক, এমনকি নিম্মমধ্যবিত্ত-মধ্যবিত্তরাও এখন কষ্টে দিনাতিপাত করছেন। সঞ্চয় করা বা জীবনযাত্রার বাড়তি চাহিদা মেটানো তো দূরে থাক, জীবন চালানোই দুর্বিষহ হয়ে উঠেছে তাদের।

সরকারি সংস্থা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাবও তাই বলছে।

দেশে মূল্যস্ফীতি ও মজুরি সূচকের তথ্য হিসাব করে বিবিএস। সংস্থাটি মাঠপর্যায় থেকে বিভিন্ন পণ্য ও সেবার দাম সংগ্রহ করে। সেই দামের ভিত্তিতে মূল্যস্ফীতির হিসাব কষে তা প্রকাশ করা হয়। একইভাবে দেশের বিভিন্ন প্রান্তে কর্মরত দিনমজুর-শ্রমিকদের মজুরি বা বেতন-ভাতা নিয়ে মজুরির হার প্রকাশ করে বিবিএস।

গত দুই বছরেরও বেশি সময় ধরে মূল্যস্ফীতি বাড়ছে। ১৫ মাস ধরে তা ৯ শতাংশের উপরে অবস্থান করছে। এখন ১০ শতাংশ ছুঁইছুঁই করছে। দেশের অর্থনীতির সবচেয়ে উদ্বেগ-উৎকণ্ঠার সূচক এখন মূল্যস্ফীতি।

কিন্তু মজুরি সেই হারে বাড়ছে না। মজুরি বৃদ্ধির হার এখন ৭ দশমিক ৮৮ শতাংশ।

পরিসংখ্যান ব্যুরোর গত কয়েক বছরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০২১ সালের সেপ্টেম্বরে দেশে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৫ দশমিক ৫৯ শতাংশ। ওই মাসে মজুরি সূচক ছিল ৫ দশমিক ৯১ শতাংশ। অর্থাৎ ওই সময় জাতীয় পর্যায়ে মজুরি বৃদ্ধির হার মূল্যস্ফীতির চেয়ে বেশি ছিল।

এরপর থেকে উল্টোপথে চলছে অর্থনীতির গুরুত্বপূর্ণ এই দুই সূচক। অর্থাৎ এই আড়াই বছর ধরে মজুরি বাড়ার চেয়ে মূল্যস্ফীতি বেড়েছে বেশি।

সবশেষ গত মে মাসের মূল্যস্ফীতি ও মজুরি সূচকের তথ্য প্রকাশ করেছে বিবিএস। তাতে দেখা যায়, মে মাসে দেশে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ৮৯ শতাংশ; খাদ্য মূল্যস্ফীতি ছিল ১০ শতাংশের বেশি, ১০ দশমিক ৭৬ শতাংশ। আর মে মাসে মজুরি বৃদ্ধির হার ছিল ৭ দশমিক ৮৮ শতাংশ।

আগের মাস এপ্রিলে দেশে সার্বিক মূল্যস্ফীতি হয়েছিল ৯ দশমিক ৭৬ শতাংশ; খাদ্য মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক ২২ শতাংশ। ওই মাসে মজুরি বৃদ্ধির হার ছিল ৭ দশমিক ৮৫ শতাংশ।

মার্চ মাসে মূল্যস্ফীতি হয়েছিল ৯ দশমিক ৮১ শতাংশ; মজুরি বৃদ্ধির হার ছিল ৭ দশমিক ৮৫ শতাংশ। এভাবেই আড়াই বছর ধরে মজুরি বৃদ্ধির হারের চেয়ে বেশি রয়েছে মূল্যস্ফীতি।

সাধারণত মজুরি বৃদ্ধির হার মূল্যস্ফীতির চেয়ে বেশি থাকে। মূল্যস্ফীতির চেয়ে মজুরি বৃদ্ধির হার বেশি হলে কারও কাছে হাত পাততে হয় না। নিজেদের ক্রয়ক্ষমতা দিয়েই বাজার থেকে বেশি দামে পণ্য কেনা যায়।

আর যদি মূল্যস্ফীতি মজুরি বৃদ্ধির হারের চেয়ে বেশি হয়, তাহলে হয় মানুষ ধার-কর্য করে সংসার চালায়, না হয় প্রয়োজনীয় কেনাকাটা কমিয়ে দেয়। অর্থাৎ বাধ্য হয়ে মানুষকে কম খেতে হয়।

মে মাসে ৯ দশমিক ৮৯ শতাংশ মূল্যস্ফীতির অর্থ হলো ২০২৩ সালের মে মাসে দেশের মানুষ যে পণ্য বা সেবা ১০০ টাকায় পেয়েছিল, বাজারে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় ওই একই দ্রব্য কিনতে বা সেবা পেতে চলতি বছরের মে মাসে ১০৯ টাকা ৮৯ পয়সা খরচ করতে হয়েছে। বাড়াতি ৯ টাকা ৮৯ পয়সা হলো মূল্যস্ফীতি। গত মে মাসের মূল্যস্ফীতির হার ছিল এটাই।

পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, বেশ কিছুদিন ধরে মজুরি সূচকও অল্প করে করে বাড়ছে। মজুরি বেশি বৃদ্ধি পেলে মূল্যস্ফীতির আঁচ টের পায় না মানুষ। সমান হলে দুশ্চিন্তা বাড়ে। আর কম হলে সংসার চলে না। দুর্ভোগে পড়তে হয়, ধার-দেনা করে চলতে হয়।

গত মে মাসে মজুরি বৃদ্ধির হার ছিল ৭ দশমিক ৮৮ শতাংশ। এর মানে ২০২৩ সালের মে মাসে দেশের দিনমজুর-শ্রমিকরা ১০০ টাকা মজুরি পেলে, ২০২৪ সালের মে মাসে পেয়েছেন ১০৭ টাকা ৮৮ পয়সা। ৭ টাকা ৮৮ পয়সা হলো মজুরি বৃদ্ধি।

পরিসংখ্যান ব্যুরোর এই তথ্যই বলছে, উচ্চ মূল্যস্ফীতির কারণে মজুরি বৃদ্ধির বাড়তি টাকা দিয়ে দিনমজুর-শ্রমিকদের সংসারই চলছে না, সঞ্চয় করা বা জীবনযাত্রার বাড়তি চাহিদা মেটানো তো দূরে থাক।

তবে সরকারি সংস্থা বিবিএসের মূল্যস্ফীতির তথ্য নিয়ে বরাবরই প্রশ্ন তোলেন অর্থনীতিবিদরা। তাদের অভিমত, বাজারে জিনিসপত্রের যে দাম, তাতে পরিসংখ্যান ব্যুরোর মূল্যস্ফীতির তথ্যে তার বাস্তব প্রতিফলন হয় না।

সরকারি অর্থায়নে পরিচালিত গবেষণা সংস্থা বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) এক জরিপে সেই প্রশ্নের প্রমাণ মিলেছে।

গত ৯ মে খাদ্য মূল্যস্ফীতি নিয়ে চালঞ্চ্যকর তথ্য দিয়েছে বিআইডিএস। প্রতিষ্ঠানটি বলেছে, বর্তমানে দেশে খাদ্য মূল্যস্ফীতি ১৫ শতাংশ। বিআইডিএসের একটি জরিপের তথ্য প্রকাশ অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির মহাপরিচালক বিনায়ক সেন এ কথা জানান। তিনি বলেন, বাড়তি এ মূল্যস্ফীতির কারণে নিম্ন আয়ের মানুষ অসুবিধায় রয়েছে।

বিনায়ক সেন বলেন, “সম্প্রতি বিআইডিএসের পক্ষ থেকে দেশের সব জেলা থেকে তথ্য নিয়েছি। এরপর একটি পদ্ধতিতে মূল্যস্ফীতি হিসাব করা হয়েছে। তাতে দেখা গেছে, খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ১৫ শতাংশ।”

মজুরি বৃদ্ধির চেয়ে মূল্যস্ফীতি বেশি হওয়া প্রসঙ্গে সকাল সন্ধ্যা কথা বলেছে অর্থনীতির গবেষক সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) নির্বাহী পরিচালক সেলিম রায়হানের সঙ্গে।

তিনি বলেন, “বিবিএসের হিসাবে মূল্যস্ফীতির সঙ্গে মজুরি সূচকও বাড়ছে। কিন্তু মূল্যস্ফীতির চেয়ে কম হারে বাড়ছে। এটাই উদ্বেগের বিষয়। মূল্যস্ফীতি প্রকৃত মজুরির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে।

“কারণ, কোভিডের কারণে অনেকে কাজ হারিয়েছেন, কাজ ফেরত পেলেও আয় আগের মতো নয়। অনেকের বেতন কমে গিয়েছিল, সেটা আর বাড়েনি। বিবিএস মজুরির হিসাব যেভাবে করে, তা নিয়ে প্রশ্ন আছে। তবে বিবিএসের এই হিসাবের মধ্যেও মূল্যস্ফীতি ও মজুরি পরিস্থিতির একটি মোটামুটি চিত্র উঠে এসেছে। এই তথ্যই বলছে, মানুষ যা আয় করছে, তা দিয়ে তার সংসার চলছে না।”

পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, প্রায় এক বছর ধরে মজুরি সূচক অল্প অল্প করে বাড়ছে। গত বছরের অক্টোবরে এই হার ছিল ৬ দশমিক ৯১ শতাংশ। নভেম্বরে ছিল ৬ দশমিক ৯৮ শতাংশ। ডিসেম্বরে তা বেড়ে হয় ৭ দশমিক শূন্য ৩ শতাংশ।

চলতি বছরের জানুয়ারিতে তা আরও খানিকটা বেড়ে ৭ দশমিক শূন্য ৬ শতাংশে ওঠে। ফেব্রুয়ারি ও মার্চে এই হার বেড়ে হয় যথাক্রমে ৭ দশমিক ১১ শতাংশ ও ৭ দশমিক ৮০ শতাংশ।

এপ্রিলে মজুরি সূচক আরও খানিকটা বেড়ে ৮ দশমিক ৮৫ শতাংশে ওঠে। সর্বশেষ মে মাসে ৮ দশমিক ৮৮ শতাংশে উঠেছে।

“ঢাকার চেয়ে রংপুরের শ্রমিক-দিনমজুরদের মজুরি বেশি বাড়ছে, এটা কীভাবে সম্ভব? বিবিএসের গবেষণা পদ্ধতিতেই গোলমাল আছে।”

সেলিম রায়হান, নির্বাহী পরিচালক, সানেম

“প্রথম কথা হচ্ছে, দুই বছরের করোনা মহামারীর পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কায় ওলটপালট হয়ে যাওয়া অর্থনীতিতে কোনও শ্রমিক-দিনমজুরেরই মজুরি বাড়ার কথা নয়। তারপর আবার রংপুর বিভাগের দিনমজুর-শ্রমিকদের মজুরি সবচেয়ে বেশি বেড়েছে, এটা কীভাবে সম্ভব?”

রংপুরে মজুরি বৃদ্ধির হার সবচেয়ে বেশি 

মজুরি সূচক নিয়ে বিস্ময়কর তথ্য দিয়েছে পরিসংখ্যান ব্যুরো। তাদের তথ্য বলছে, একসময়ের মঙ্গাকবলিত উত্তরাঞ্চলের রংপুর বিভাগের শ্রমিক-দিনমজুরদের মজুরি মে মাসে সবচেয়ে বেশি বেড়েছে, ৮ দশমিক ২২ শতাংশ। আর সবচেয়ে কম বেড়েছে প্রবাসী আয় বা রেমিটেন্স আসে যে বিভাগে সেই সিলেট বিভাগে, ৬ দশমিক ৬৩ শতাংশ।

বেশ কিছুদিন ধরেই এই প্রবণাতা দেখা যাচ্ছে বিবিএসের তথ্যে।

অর্থাৎ ২০২৩ সালের মে মাসে রংপুর বিভাগের শ্রমিক ও দিনমজুররা গড়ে ১০০ টাকা মজুরি পেলে ২০২৪ সালের মে মাসে পেয়েছেন ১০৮ টাকা ২২ পয়সা। আর সিলেটের শ্রমিক ও দিনমজুররা ২০২৩ সালের মে মাসে ১০০ টাকা মজুরি পেলে এই বছরের মে মাসে পেয়েছেন ১০৬ টাকা ৫৩ পয়সা।

এ প্রসঙ্গে সানেমের নির্বাহী পরিচালক সেলিম রায়হান বলেন, “ঢাকার চেয়ে রংপুরের শ্রমিক-দিনমজুরদের মজুরি বেশি বাড়ছে, এটা কীভাবে সম্ভব? বিবিএসের গবেষণা পদ্ধতিতেই গোলমাল আছে। প্রথম কথা হচ্ছে, দুই বছরের করোনা মহামারীর পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কায় ওলটপালট হয়ে যাওয়া অর্থনীতিতে কোনও শ্রমিক-দিনমজুরেরই মজুরি বাড়ার কথা নয়। তারপর আবার রংপুর বিভাগের দিনমজুর-শ্রমিকদের মজুরি সবচেয়ে বেশি বেড়েছে, এটা কীভাবে সম্ভব?”

“কিসের ভিত্তিতে পরিসংখ্যান ব্যুরো এই তথ্য পেয়েছে আমার কাছে বোধগম্য নয়। এ তথ্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, কেউ বিশ্বাস করবে না। এটা অবিশ্বাস্য তথ্য”, বলেন সেলিম রায়হান।

পরিসংখ্যান ব্যুরোর ২০১৬-১৭ সালের শ্রমশক্তি জরিপ প্রতিবেদন অনুযায়ী, দেশের কর্মসংস্থানের বড় অংশই হচ্ছে অপ্রাতিষ্ঠানিক খাতে। মোট শ্রমশক্তির ৮৫ দশমিক ১ শতাংশই এ খাতে নিয়োজিত। আর ১৪ দশমিক ৯ শতাংশ প্রাতিষ্ঠানিক খাতে কাজ করে।

কৃষি ক্ষেত্রে নিয়োজিত মোট শ্রমশক্তির ৯৫ দশমিক ৪ শতাংশই অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত। শিল্প খাতের ৮৯ দশমিক ৯ শতাংশ, সেবা খাতের ৭১ দশমিক ৮ শতাংশ শ্রমিক অপ্রাতিষ্ঠানিক কাজে নিয়োজিত।

বিবিএসের তথ্যে দেখা যায়, পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মে মাসে ঢাকা বিভাগে মজুরি বেড়েছে ৭ দশমিক ৪৩ শতাংশ। চট্টগ্রামে বেড়েছে ৬ দশমিক ৫৩ শতাংশ। রাজশাহীতে বেড়েছে ৭ দশমিক ২৭ শতাংশ। এছাড়া বরিশালে ৬ দশমিক ৯৮ শতাংশ এবং খুলনা বিভাগে মজুরি সূচকের হার ছিল ৭ দশমিক ৩৪ শতাংশ।

কাঁচাবাজারে উত্তাপ বেড়ে চলেছে। ঢাকার একটি বাজারে সবজি কিনছেন এক ক্রেতা। ছবি : সকাল সন্ধ্যা

১৫ মাস ধরে মূল্যস্ফীতি ৯ শতাংশের বেশি

গত বছরের মার্চে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে ৯ শতাংশে ওঠে। এরপর কোনও মাসেই ৯ শতাংশের নিচে নামেনি। অর্থাৎ ১৫ মাস ধরে মূল্যস্ফীতি ৯ শতাংশের উপরে অবস্থান করছে।

গত বছরের আগস্টে মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ৯২ শতাংশে ওঠেছিল। খাদ্য মূল্যস্ফীতি এক লাফে বেড়ে ১২ দশমিক ৫৪ শতাংশে উঠেছিল।

পরের মাস সেপ্টেম্বরে অবশ্য সার্বিক মূল্যস্ফীতি কমে ৯ দশমিক ৬৩ শতাংশে নেমে আসে। খাদ্য মূল্যস্ফীতি নেমে আসে ১২ দশমিক ৩৫ শতাংশে।

অক্টোবরে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ৯৩ শতাংশে ওঠে; খাদ্য মূল্যস্ফীতি হয়েছিল ১২ দশমিক ৫৬ শতাংশ।

গড় মূল্যস্ফীতি ৯.৭৩ শতাংশ

১২ মাসের গড় হিসাবে (২০২৩ সালের জুন থেকে ২০২৪ সালের মে) দেশে মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ৭৩ শতাংশ।

গত অর্থবছরের একই সময়ে (২০২২ সালের জুন থেকে ২০২৩ সালের মে) গড় মূল্যস্ফীতির হার ছিল ৮ দশমিক ৮৪ শতাংশ।

৯ দশমিক শূন্য ২ শতাংশ গড় মূল্যস্ফীতি নিয়ে ২০২২-২৩ অর্থবছর (২০২২ সালের ১ জুলাই থেকে ২০২৩ সালের ৩০ জুন) শেষ হয়েছিল। তার আগের অর্থবছরে (২০২১-২২) গড় মূল্যস্ফীতির হার ছিল ৬ দশমিক ১৫ শতাংশ।

২০২২-২৩ অর্থবছরের বাজেটে গড় মূল্যস্ফীতি ৫ দশমিক ৬ শতাংশে আটকে রাখার লক্ষ্য ধরেছিল সরকার। কিন্তু অর্থবছর শেষে দেখা যায়, বাজেটের লক্ষ্যের চেয়ে ৩ দশমিক ৪২ শতাংশীয় পয়েন্ট বেশি মূল্যস্ফীতি নিয়ে অর্থবছর শেষ হয়।

২০১০-১১ অর্থবছরে দেশের গড় মূল্যস্ফীতির হার ছিল ১০ দশমিক ৯২ শতাংশ। এরপর তা দুই অঙ্কের (ডাবল ডিজিট) নিচে নেমে আসে। ২০২২ সালের আগস্ট পর্যন্ত এই সূচক ৯ শতাংশের ওপরে ওঠেনি।

এবার লক্ষ্য ৬ শতাংশে আটকে রাখা

গত ৬ জুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের যে বাজেট প্রস্তাব উপস্থাপন করেছেন, তাতে গড় মূল্যস্ফীতি ৬ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য ধরেছেন।

বাজেট ঘোষণার পর দেশের সব অর্থনীতিবিদ ও গবেষণা সংস্থাগুলো বলে আসছে, বাজারের যে অবস্থা তাতে সরকারের এই আশা কখনই পূরণ হবে না।

আগামী ৩০ জুন শেষ হতে যাওয়া ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল গড় মূল্যস্ফীতি ৬ শতাংশে আটকে রাখার লক্ষ্য ধরেছিলেন। ওই বাজেট ঘোষণার পরও অর্থনীতিবিদ ও গবেষণা সংস্থাগুলো বলে আসছিল মূল্যস্ফীতি ৬ শতাংশে নামিয়ে কোনোভাবেই সম্ভব নয়। অর্থবছর শেষে অর্থনীতিবিদদের সেই আশঙ্কা ঠিক হতে দেখা যাচ্ছে।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত