Beta
বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫

বড়দিনের আগে স্বস্তির জয় ইন্টারের

inter1
[publishpress_authors_box]

সিরি ‘এ’তে গত মৌসুমে দাপট ছিল ইন্টার মিলানের। দুইয়ে থাকা এসি মিলানের চেয়ে ১৯ পয়েন্টে এগিয়ে থেকে শিরোপা জিতেছিল তারা। এবার সেই দাপট নেই।

 ইন্টার নেই শীর্ষস্থানেও। তবে বড়দিনের ছুটির আগে কোমোকে ২-০ গোলে হারিয়ে শিরোপা দৌড়ে টিকে থাকল ভালোভাবেই। ৪৮ মিনিটে আগুস্তোর পর ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে অপর গোলটি মার্কাস থুরামের।

১৬ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে ইন্টার এখন সিরি ‘এ’র তিন নম্বরে। ১৭ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে আতালান্তা এক নম্বরে আর ১৭ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে নাপোলি আছে দুইয়ে।

আতালান্তা ও নাপোলি এই মৌসুমে হেরেছে সমান তিনটি করে ম্যাচ। ইন্টার কেবল এক ম্যাচ হারলেও ড্র করেছে তিনটি।

নতুন মৌসুমে সব দলই যে কঠিন ইন্টারের সেন্টার ব্যাক আলেসান্দ্রো বাসতেনি স্মরণ করিয়ে দিলেন সেটাই, ‘‘কোনো ম্যাচে আমরা শতভাগ খেলতে না পারলেও জেতাটা গুরুত্বপূর্ণ। গত মৌসুমের লিগটা অন্যরকম ছিল। তবে এই মৌসুমের সব দলই খুব কঠিন। পাল্লা দিয়ে লড়াই করছে সবাই।’’

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত