গত বছর চেন্নাই সুপার কিংসে খেলেছিলেন মোস্তাফিজুর রহমান। ভিত্তিমূল্যে বিক্রি হয়েছিলেন বাঁহাতি পেসার। কিন্তু এবারের নিলামে তার প্রতি কেউ আগ্রহই দেখাল না। লেগ স্পিনার রিশাদ হোসেনের ক্ষেত্রেও একই ঘটনা ঘটল। ফলে অবিক্রিত থাকলেন বাংলাদেশি দুই ক্রিকেটার।
রবিবার (২৪ নভেম্বর) শুরু হয়েছে ২০২৫ আইপিএলের নিলাম। রেকর্ড ভাঙা-গড়ার নিলামে বাংলাদেশের দর্শকদের আগ্রহ ছিল দেশি ক্রিকেটারদের দিকে। নিলামের প্রথম দিন ওঠেনি বাংলাদেশি খেলোয়াড়দের নাম। দ্বিতীয় দিনের নিলামের অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পর বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে নাম ওঠে মোস্তাফিজের।
গতবার চেন্নাইয়ের জার্সিতে খেলেছিলেন এই বাঁহাতি পেসার। শুরুতেই দুর্দান্ত বোলিংয়ে সামর্থ্যের প্রমাণ রাখেন মোস্তাফিজ। ধারাবাহিকতা ধরে রাখেন পরের ম্যাচগুলোতেও। যদিও জাতীয় দলের ব্যস্ততার কারণে পুরো আইপিএল খেলা হয়নি তার। তবে পারফরম্যান্সের বিবেচনায় দারুণ সময় কাটিয়েছেন চেন্নাইতে।
২০২৪ সালের আসর ও সাম্প্রতিক সময়ের পারফরম্যান্স বিবেচনায় এবারের আইপিএলে দল পাওয়ার দাবি জানিয়ে রেখেছিলেন মোস্তাফিজ। বিশেষ করে, চেন্নাই আবারও মোস্তাফিজকে দলে নেবে বলে ধারণা করা হচ্ছিল। কিন্তু ২ কোটি ভিত্তিমূল্যের এই পেসারের দিকে কোনও আগ্রহই দেখায়নি চেন্নাই। অন্য ফ্র্যাঞ্চাইজিগুলোর অবস্থাও একই।
মোস্তাফিজের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে নিলামে ওঠে রিশাদের নাম। এবারই প্রথম আইপিএল নিলামে নাম দিয়েছেন তিনি। ৭৫ লাখ ভিত্তিমূল্যের এই অলরাউন্ডারের দিকেও কোনও আগ্রহ ছিল না ফ্র্যাঞ্চাইজিগুলোর। জাতীয় দলে অভিষেকের পর দারুণ সময় কাটাচ্ছেন রিশাদ। টি-টোয়েন্টি ক্রিকেটে কার্যকরী বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও তাণ্ডব চালাচ্ছেন তিনি।
তবে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য সম্ভবত এই পারফরম্যান্স যথেষ্ট নয়!