হুট করেই কোটিপতি! ১০ লাখের কারও দাম পৌঁছে যায় ৫ কোটি রুপিতে! ক্রিকেটারদের ভাগ্য বদলে দেওয়া আইপিএলের সেই মেগা নিলাম অনুষ্ঠিত হবে আজ (রবিবার)। এবারের নিলাম অনুষ্ঠিত হবে সৌদি আরবের জেদ্দায়, দুই দিনব্যাপী। আইপিএলের নিলাম পরিচালনা করবেন ৪৭ বছরের মল্লিকা সাগর। গত বছরও দুবাইয়ে আইপিএলের নিলাম পরিচালনা করেছিলেন তিনি।
আইপিএলে সৌদির বিনিয়োগের আগ্রহ থেকেই নিলাম চলে গেছে মরুর দেশে, যা রবিবার শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়। সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস আর লাইভ স্ট্রিমিং করবে জিও সিনেমা। একটা দল সর্বোচ্চ ১২০ কোটি ভারতীয় রুপি খরচ করতে পারবে খেলোয়াড় কিনতে।
এবার মেগা নিলাম
আইপিএল নিলাম হয় প্রতি বছরই। তবে মেগা নিলাম হয় সাধারণত তিন বছর পর। দলগুলো আগের মৌসুম থেকে সর্বোচ্চ ছয়জন খেলোয়াড় ধরে রাখতে পারে। এবারও তাই করেছে অনেক দল। তবে কেউ কেউ ধরে রেখেছে আরও কম খেলোয়াড়। তারা রাইট টু ম্যাচ কার্ড দিয়ে কিনতে পারবে নিলামে ওঠা নিজেদের খেলোয়াড়কে।
বিডিং শেষ হওয়ার পর পুরোনো ফ্র্যাঞ্চাইজিকে জিজ্ঞাসা করা হবে তারা এই খেলোয়াড়ের জন্য রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করতে চায় কি না। চাইলে নিলামে সর্বোচ্চ দাম উঠা টাকা দিয়েই কিনতে হবে ক্রিকেটারটিকে।
নিলামে আছেন গোপালগঞ্জের সাকিব
বাংলাদেশের সাকিব আল হাসান রয়েছেন আইপিএল নিলামে। আছেন সাকিব হুসেইন নামের আরেকজন। তিনি অবশ্য বাংলাদেশের নন। সাকিবের জন্ম ভারতের বিহার রাজ্যের গোপালগঞ্জ শহরে। ২০ বছর বয়সী এই ডানহাতি পেসার ছিলেন চেন্নাই সুপার কিংসের নেট বোলার। গত বছর তাকে কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স। এবার তার ভিত্তিমূল্য বেড়ে হয়েছে ২০ থেকে ৩০ লাখ রুপি।
আছেন ১৩ বছরের বৈভব সূর্যবংশী ও ৪২-এর অ্যান্ডারসন
নিলামের জন্য নাম নিবন্ধন করেছিলেন মোট ১৫৭৪ জন খেলোয়াড়। শেষ পর্যন্ত নিলামে জায়গা পেয়েছেন ৫৭৭ জন। একেবারে শেষ বেলায় যোগ হয়েছেন ইংল্যান্ডের জোফ্রা আর্চার, যুক্তরাষ্ট্রের সৌরভ নেত্রাভালকর আর ভারতের হার্দিক তামোরে।
বিদেশি ক্রিকেটারদের মধ্যে ইংল্যান্ডের সবচেয়ে বেশি আছেন ৩৯ জন। অস্ট্রেলিয়ার ৩৭ জন, দক্ষিণ আফ্রিকার আছেন ৩১, নিউজিল্যান্ডের ২৪, ওয়েস্ট ইন্ডিজের ২২, শ্রীলঙ্কার ১৯, আফগানিস্তানের ১৮, বাংলাদেশের ১২, জিম্বাবুয়ের ৩, যুক্তরাষ্ট্রের ৩, আয়ারল্যান্ডের আর স্কটল্যান্ডের ১ জন।
১৩ বছর বয়সী ভারতীয় ক্রিকেটে বৈভব সূর্যবংশী যেমন রয়েছেন এবারের নিলামে তেমনি আছেন ইংল্যান্ডের ৪২ বছরের জেমস অ্যান্ডারসন। গত মাসে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব–১৯ দলের বিপক্ষে ৫৮ বলে সেঞ্চুরি আছে বৈভবের।
আগ্রহের কেন্দ্রে কারা
গত নিলামে রেকর্ড প্রায় ২৫ কোটি রুপিতে কলকাতা কিনেছিল মিচেল স্টার্ককে। এবার কি এতবেশি দাম পাবেন কেউ? মার্কি খেলোয়াড়দের নিয়ে কিন্তু আগ্রহ আছে যথেষ্ট। দলগুলোর আগ্রহের ভিত্তিতে নিলামে সবচেয়ে কাঙ্ক্ষিত খেলোয়াড়দের দুটি সেট করা হয়েছে, তাদের বলা হচ্ছে মার্কি খেলোয়াড়। প্রথম সেটে থাকা জস বাটলার, শ্রেয়াস আইয়ার, ঋষভ পন্ত, কাগিসো রাবাদা, আর্শদীপ সিং আর মিচেল স্টার্ক-এর দাম কত পর্যন্ত পৌঁছায় সেটাই দেখার।
বাংলাদেশের আছেন ১২ জন
আইপিএল নিলামে আছেন বাংলাদেশের ১২ জন। সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, লিটন দাসে আছেন যথারীতি। তারা আগেও খেলেছেন আইপিএল। তাদের সঙ্গে নিলামে আছেন রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান, মেহেদী হাসান, নাহিদ রানা ও হাসান মাহমুদ।
২ কোটি রুপির ক্যাটাগরিতে আছেন মোস্তাফিজুর রহমান। সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংস মিলিয়ে সাত মৌসুম আইপিএলে খেলেছেন তিনি। সাকিব আল হাসান, তাসকিন আহমেদ ও মেহেদি হাসান মিরাজের ভিত্তিমূল্য ১ কোটি রুপি। আর অন্যদের ৭৫ লাখ রুপি।
গতবার আইপিএলে মাঝপথ থেকে ফিরে এসেছিলেন মোস্তাফিজুর রহমান। এবার কেউ দল পেলেও কি এমন কিছু হবে? শনিবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেছেন, ‘‘নিলামটা হোক দেখি রেসপন্সটা কেমন যদি ওরা সুযোগ পায় এটা দেশের জন্য ভালো। যদি দেশের খেলা না থাকে আমি এটা স্বাগতই জানাবো, আসলে ওরা খেলতে পারে যদি চান্স পায়।’’
কোন দল কাদের ধরে রেখেছে (রুপিতে)
মুম্বাই ইন্ডিয়ানস (হাতে আছে ৪৫ কোটি রুপি)
জাসপ্রিত বুমরা (১৮ কোটি), সূর্যকুমার যাদব (১৬.৩৫), হার্দিক পান্ডিয়া (১৬.৩৫), রোহিত শর্মা (১৬.৩০), তিলক ভার্মা (৮ কোটি)।
গুজরাট টাইটানস (হাতে আছে ৬৯ কোটি রুপি)
রশিদ খান (১৮ কোটি), শুবমান গিল (১৬.৫ কোটি), সাই সুদর্শন (৮.৫ কোটি), রাহুল তেওয়াতিয়া (৪ কোটি), শাহরুখ খান (৪ কোটি)।
পাঞ্জাব কিংস ((হাতে আছে ১১০.৫ কোটি রুপি)
শশাঙ্ক সিং (৫.৫ কোটি), প্রভসিমরন সিং (৪ কোটি)।
রাজস্থান রয়্যালস (হাতে আছে ৪১ কোটি রুপি)
সঞ্জু স্যামসন (১৮ কোটি), যশস্বী জয়সওয়াল (১৮ কোটি), রিয়ান পরাগ (১৪ কোটি), ধ্রুব জুরেল (১৪ কোটি), শিমরন হেটমায়ার (১১ কোটি), সন্দীপ শর্মা (৪ কোটি)।
চেন্নাই সুপার কিংস (হাতে আছে ৫৫ কোটি রুপি)
রুতুরাজ গায়কোয়াড় (১৮ কোটি), মাতিশা পাথিরানা (১৩ কোটি), শিবম দুবে (১২ কোটি), রবীন্দ্র জাদেজা (১৮ কোটি), মহেন্দ্র সিং ধোনি (৪ কোটি)।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (হাতে আছে ৮৩ কোটি রুপি)
বিরাট কোহলি (২১ কোটি), রজত পাতিদার (১১ কোটি), যশ দয়াল (৫ কোটি)।
দিল্লি ক্যাপিটালস (হাতে আছে ৭৩ কোটি রুপি)
অক্ষর প্যাটেল (১৬.৫ কোটি), কুলদীপ যাদব (১৩.২৫ কোটি), ট্রিস্টান স্টাবস (১০ কোটি), অভিষেক পোরেল (৪ কোটি)।
কলকাতা নাইট রাইডার্স (হাতে আছে ৫১ কোটি রুপি)
রিংকু সিং (১৩ কোটি), বরুণ চক্রবর্তী (১২ কোটি), সুনীল নারাইন (১২ কোটি), আন্দ্রে রাসেল (১২ কোটি), হর্ষিত রানা (৪ কোটি), রমনদীপ সিং (৪ কোটি)।
লখনউ সুপার জায়ান্টস (হাতে আছে ৬৯ কোটি রুপি)
নিকোলাস পুরান (২১ কোটি), রবি বিষ্ণয় (১১ কোটি), মায়াঙ্ক যাদব (১১ কোটি), মহসিন খান (৪ কোটি), আয়ুশ বাদোনি (৪ কোটি)।
সানরাইজার্স হায়দরাবাদ (হাতে আছে ৪৫ কোটি রুপি)
প্যাট কামিন্স (১৮ কোটি), অভিষেক শর্মা (১৪ কোটি), নীতিশ রেড্ডি (৬ কোটি), হাইনরিখ ক্লাসেন (২৩ কোটি), ট্রাভিস হেড (১৪ কোটি)।