চ্যাম্পিয়নস ট্রফি জিতে কত টাকা প্রাইজমানি পেল ভারত? ডলারের অংকে সেটা ২.২৪ মিলিয়ন। ভারতীয় মুদ্রায় অংকটা দাঁড়ায় ১৯.৪৫ কোটি রুপি। গতবারের চেয়ে চ্যাম্পিয়নস ট্রফির প্রাইজমানি বেড়েছে প্রায় দ্বিগুণ। তারপরও ভারতের চ্যাম্পিয়ন হওয়ার প্রাইজমানি আইপিএলে তিন জন খেলোয়াড়ের দামের চেয়ে কম!
এবারের আইপিএলে নিলামে সর্বোচ্চ ২৭ কোাটি রুপিতে ঋষভ পন্তকে কিনেছে লখনৌ সুপার জায়ান্টস। পন্তের দামের চেয়ে প্রায় ৭ কোটি রুপি কম পেয়েছে ভারত। এছাড়া আইপিএল নিলামে শ্রেয়াস আইয়ারের দাম ছিল ২৬.৭৫ কোটি রুপি আর বেঙ্কটেশ আইয়ারের দাম ২৩.৭৫ কোটি রুপি। এই তিনজনের দামের চেয়ে চ্যাম্পিয়নস ট্রফি জিতে কম টাকা পেয়েছে ভারত।
রানার্সআপ হয়ে নিউজিল্যান্ড পেয়েছে ১.১২ মিলিয়ন ডলার বা ৯.৭২ কোটি রুপ। পন্তের দামের চেয়ে প্রায় তিন গুণ কম অংকটা! অস্ট্রেলিয়া আর দক্ষিণ আফ্রিকা সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ার পর পেয়েছে ৫ লাখ ৬০ হাজার ডলার বা ৪.৮৬ কোটি রুপি।
পঞ্চম হয়ে আফগান্তিান আর ষষ্ঠ হয়ে বাংলাদেশ পেয়েছে সমান ৩ লাখ ৫০ হাজার ডলার বা ৩.০৪ কোটি রুপি। পন্তের আইপিএলের দামের চেয়ে প্রায় ৯ গুণ কম এটা! পাকিস্তান ও ইংল্যান্ড পেয়েছে সমান ১ লাখ ৪০ হাজার ডলার বা ১.২১ কোটি রুপি।