Beta
শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
Beta
শুক্রবার, ৫ জুলাই, ২০২৪

ইরানের প্রেসিডেন্ট নির্বাচন গড়াল দ্বিতীয় ধাপে

সাঈদ জালিলি (বামে), মাসুদ পেজেশকিয়ান (ডানে)।
সাঈদ জালিলি (বামে), মাসুদ পেজেশকিয়ান (ডানে)।
Picture of সকাল সন্ধ্যা ডেস্ক

সকাল সন্ধ্যা ডেস্ক

চার প্রার্থীর কেউই ৫০ শতাংশের বেশি ভোট না পাওয়ায় নিয়ম অনুযায়ী দ্বিতীয় ধাপে গড়াল ইরানের প্রেসিডেন্ট নির্বাচন। আগামী ৫ জুলাই হবে দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ।

তবে এবার প্রতিদ্বন্দ্বিতা হবে শুধু প্রথম ধাপে সর্বোচ্চ সংখ্যক ভোট পাওয়া দুই প্রার্থীর মধ্যে। তারা হলেন- সংস্কারপন্থি মাসুদ পেজেশকিয়ান এবং কট্টরপন্থী সাঈদ জালিলি।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএর প্রতিবেদন অনুযায়ী, প্রথম ধাপে পেজেশকিয়ান ৪২.৫ শতাংশ এবং জালিলি ৩৮.৬ শতাংশ ভোট পেয়েছেন।

গত মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যু হওয়ায় নির্ধারিত সময়ের এক বছর আগেই নতুন প্রেসিডেন্ট নির্বাচন হল দেশটিতে। শুক্রবার ভোটগ্রহণে পর শনিবার ভোট গণনা হয়।

১৯৭৯ সালের ইরানে ইসলামি বিপ্লবের পর এবারের প্রেসিডেন্ট নির্বাচনেই সবচেয়ে কম মানুষ ভোট দিয়েছে।

দেশটিতে এবার ৬ কোটি ৪০ লাখ মানুষ এই প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেওয়ার যোগ্য ছিল। তাদের মধ্যে মাত্র ২ কোটি ৪০ লাখ ভোটার ভোট দিয়েছে, যা মোট ভোটারের ৩৮ শতাংশ।

ইরানে এর আগে সর্বনিম্ন ভোটার উপস্থিতি ছিল ২০২১ সালের প্রেসিডেন্ট নির্বাচনে, ৪৯ শতাংশ।

এবারের নির্বাচনে মোট ছয়জন প্রার্থী হয়েছিলেন। মাসুদ ও সাঈদ ছাড়া অন্যরা হলেন- মোহাম্মদ বাঘার ঘালিবাফ, মোস্তফা পুরমোহাম্মাদি, আমির-হোসেন কাজিজাদেহ হাশেমি ও আলিরেজা জাকানি।

এদের মধ্যে দুই রক্ষণশীল প্রার্থী আমির-হোসেন কাজিজাদেহ হাশেমি ও আলিরেজা জাকানি তাদের রাজনৈতিক শিবিরে ভোট বিভক্তি এড়াতে বৃহস্পতিবার প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত