Beta
সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
Beta
সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

চট্টগ্রামের হাজারী গলিতে হামলার ঘটনায় সম্পৃক্ততা নেই : ইসকন

SS-iskcon-081124
[publishpress_authors_box]

চট্টগ্রাম শহরের আন্দরকিল্লার হাজারী গলিতে হওয়া সহিংসতার ঘটনার সঙ্গে সম্পৃক্ততা অস্বীকার করেছে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন)।

একই সঙ্গে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রামের পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে যাবতীয় কার্যক্রম থেকে অব্যাহতি দিয়েছে ইসকন।

একই অভিযোগে প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ গৌরদাস ও সদস্য স্বতন্ত্র গৌরাঙ্গ দাসকেও অব্যাহতি দিয়েছে কৃষ্ণভক্ত হিন্দুদের আন্তর্জাতিক এই সংগঠনটি।

শুক্রবার সকালে ঢাকার স্বামীবাগ ইসকন আশ্রমে এক সংবাদ সম্মেলন করে এসব কথা জানায় ইসকন বাংলাদেশ।

আটদফা দাবি আদায়ে দেশব্যাপি সমাবেশ, স্মারকলিপি এমনকি ঢাকামুখী লংমার্চের ঘোষণা এসেছিল চট্টগ্রামের লালদীঘি ময়দানে হওয়া সনাতন জাগরণ মঞ্চের মহাসমাবেশ থেকে।

চট্টগ্রামের পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস এই মঞ্চের মুখপাত্রের দায়িত্বে ছিলেন। লালদীঘি ময়দানে হিন্দুদের মহাসমাবেশে নেতৃত্বের পর্যায়েও ছিলেন তিনি। লীলারাজ গৌরদাস ও গৌরাঙ্গ দাসও বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের সংগঠক।

গত ২৫ অক্টোবরের ওই মহাসমাবেশে জাতীয় পতাকার ওপর ইসকনের পতাকা ওড়ানোর অভিযোগে এনে চিন্ময় কৃঞ্চ দাস ব্রহ্মচারীসহ অনেককের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করেন বিএনপির এক নেতা। সেই মামলা প্রত্যাহারে গত ৪ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দেয় সনাতন জাগরণ মঞ্চ।

এর পরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে একটি ধর্মীয় সংগঠনকে নিয়ে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে গত ৫ নভেম্বর হাজারি গলিতে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে।

এরপর ৭ নভেম্বর আট দফা দাবিতে সনাতন ধর্মাবলম্বীদের আন্দোলন ১৫ দিনের জন্য স্থগিত করার কথা জানান চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী।   

তবে নির্দিষ্ট কোন কারণে তাদেরকে বহিষ্কার করা হয়েছে প্রশ্ন করলে তা এড়িয়ে যায় ইসকনের নেতারা। তারা জানান, বহিষ্কৃতদের দ্বারা সংঘটিত কোনও কার্যক্রম ইসকনের কার্যক্রম হিসেবে বিবেচিত হবে না।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইসকনের সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মচারী। লিখিত বক্তব্যে তিনি বলেন, হাজারী গলি এলাকায় হামলা ভাঙচুরসহ সহিংসতার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এমন ঘটনা সমাজের শান্তি, সৌহার্দ ও নিরাপত্তার ওপর বড় হুমকি।

এ ঘটনায় ইসকন বাংলাদেশকে নানাভাবে জড়িয়ে ধর্মীয় ও সামাজিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চলছে জানিয়ে চারু চন্দ্র দাস ব্রহ্মচারী বলেন, “আমরা এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা জানাই। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করছি, এসব ঘটনার সঙ্গে ইসকনের কোনও সম্পৃক্ততা নেই।”

চট্টগ্রামের হাজারী গলির সহিংসতার ঘটনার নিন্দা জানিয়ে ইসকন বাংলাদেশের সভাপতি সত্য রঞ্জন বাড়ৈ বলেন, ইসকন একটি অরাজনৈতিক ও শান্তিপূর্ণ ধর্মীয় সংগঠন, যা সারা বিশ্বের মতো বাংলাদেশেও সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মীয় সহনশীলতা ও মানবকল্যাণে নিবেদিত।

হাজারি গলিতে সহিংসতার ঘটনায় ৬ নভেম্বর রাতে কোতোয়ালি থানার এসআই মিজানুর রহমান বাদী হয়ে পুলিশের ওপর হামলা ও অ্যাসিড নিক্ষেপের অভিযোগে ৪৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ৫০০ জনকে আসামি করে মামলা করেন। একই দিন ৫৪ ধারায় গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় পোস্ট শেয়ারকারী ওসমান আলীকে।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত