Beta
সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫
Beta
সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫

ইশরাককে বিসিবির কাউন্সিলর করতে ব্রাদার্সের আবেদন 

israq
[publishpress_authors_box]

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলরের জন্য ইশরাক হোসেনের নামে আবেদন করেছে ব্রাদার্স ইউনিয়ন। ইশরাক ঐতিহ্যবাহী ক্লাবটির বর্তমান আহ্বায়ক।

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী কাউন্সিলরদের মেয়াদ চার বছর। এই সময়ের মধ্যে কাউন্সিলর পরিবর্তন করা যায় না সাধারণ নিয়মে। তবে কোনো কাউন্সিলরের মৃত্যু, স্থায়ীভাবে বিদেশে চলে যাওয়া বা পদত্যাগের ক্ষেত্রে পরিবর্তনের সুযোগ রয়েছে।

এই প্রক্রিয়ায় ব্রাদার্স ইউনিয়ন চলতি মেয়াদেই মিজানুর রহমানের বদলে আমিন খানকে কাউন্সিলর করেছিল। এবার আমিন খানের বদলে ইশরাকের জন্য আবেদন করল তারা। 

গত ৫ জানুয়ারি ব্রাদার্সের কাউন্সিলর হিসেবে বিসিবি থেকে পদত্যাগ করেন আমিন খান। এরপরই ইশরাককে কাউন্সিলর করতে ১৩ জানুয়ারি ব্রাদার্সের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ আরেফ বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন বরাবর একটি চিঠি দেন। 

বিসিবির কাউন্সিলর হতে ইশরাক হোসেনের জন্য ব্রাদার্সের আবেদন পত্র। ছবি : সংগৃহীত

ব্রাদার্স আবেদন করায় ইশরাকের নাম বিসিবির বোর্ড সভায় উঠবে। সেখানে অনুমোদন হলে বিসিবির কাউন্সিলর হবেন ইশরাক।

ইশরাক হোসেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সদস্য। তার বাবা ঢাকা সিটি করপোরেশনের প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকা। তিনি ব্রাদার্স ইউনিয়ন ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দাপুটে কর্মকর্তা ছিলেন।

বাবার পথ ধরে ইশরাকও ব্রাদার্সের হাল ধরেছেন। তবে বাফুফে নয় ইশরাক যেতে চান বিসিবিতে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত