ভিনিসিয়ুস জুনিয়র ব্যালন ডি’অর পাচ্ছেন না জেনে ফ্রান্স ফুটবলের অনুষ্ঠান বয়কট করে রিয়াল মাদ্রিদ। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড পুরস্কারটি পানওনি। দারুণ পারফরম্যান্স ও দলীয় সাফল্য থাকার পর তিনি রোদ্রির কাছে হেরেছেন নাকি আচরণগত সমস্যার কারণে। ব্যালন ডি’অরে আচরণগত পারফরম্যান্সও মানদণ্ড হিসেবে বিবেচিত। পুরস্কারটি হাতছাড়া হওয়ার পরও ভিনিসিয়ুসের আচরণে পরিবর্তন দেখা যাচ্ছে না। সবশেষ প্রতিপক্ষ গোলকিপারকে ঘুষি মেরে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন তিনি।
এজন্য বড় শাস্তিই হয়তো অপেক্ষা করছে রিয়াল ফরোয়ার্ডের জন্য। স্প্যানিশ মিডিয়ার খবর, তিন ম্যাচ নিষিদ্ধ হতে পারেন ভিনিসিয়ুস। যদিও তার বড় শাস্তির কারণ দেখছেন না রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। ভিনি যে ‘অন্যায়’ করেছে, তাতে সর্বোচ্চ হলুদ কার্ড প্রাপ্য ছিল বলে মনে করেন ইতালিয়ান কোচ। শিষ্যর পাশে দাঁড়িয়ে আনচেলত্তি জানিয়েছেন, মাঠে প্রতিনিয়ত যে অপমানের শিকার হচ্ছেন ভিনি, নিজেকে শান্ত রাখা কঠিন।
লা লিগায় সর্বশেষ ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২-১ গোলে জিতেছে রিয়াল। পিছিয়ে পড়া লস ব্লাঙ্কোদের জয় এনে দিয়েছেন লুকা মদরিচ ও জুড বেলিংহাম। দুটো গোলই এসেছে ভিনি লাল কার্ড দেখার পর। ভ্যালেন্সিয়া গোলকিপার স্তোল দিমিত্রিয়েভস্কিকে মাথায় ঘুষি মেরে ফেলে দিলে রেফারি ভিএআরের সাহায্যে লাল কার্ড দেখান ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে। লা লিগার কমিটি নাকি আরও বড় শাস্তি দিতে যাচ্ছে তাকে।
যদিও আনচেলত্তি এখানে বড় শাস্তির কিছু দেখেন না। তার আশা, বড় শাস্তি পাবেন না ভিনি। সংবাদ মাধ্যমকে রিয়াল কোচ বলেছেন, “আমরা এখনও বিশ্বাস করি এটা লাল কার্ড ছিল না, এটা হলুদ কার্ড হতে পারতো। আমরা আশা করছি, সে (ভিনিসিয়ুস) বেশি ম্যাচ নিষিদ্ধ হবে না। আমি তার জায়গায় নেই; তবে এটা বলতে পারি বাইরে যা কিছু ঘটছে, যত অপমান করা হচ্ছে, মোটেও সহজ নয় তার জন্য।”
এই অবস্থার মধ্যেও ভিনি নিজেকে শুধরে নেওয়ার কাজ করছেন বলে দাবি আনচেলত্তির, “সে (আচরণগত জায়গায়) উন্নতি করার চেষ্টা করছে। আমার মনে হয় তার উন্নতিও হয়েছে। সে অবশ্যই লাল কার্ডের জন্য দুঃখ পেয়েছে, মাফও চেয়েছে এজন্য।”
রিয়াল মাদ্রিদের পরের ম্যাচ দেপোর্তিভো মিনেরার বিপক্ষে। কোপা দেল রে’র শেষ ৩২-এর এই লড়াইয়ে অবশ্য খেলতে পারবেন ভিনিসিয়ুস।