Beta
সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
Beta
সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

ছন্দে ইংল্যান্ড বিধ্বস্ত হলান্ডরা

ফিনল্যান্ডকে ৩-১ গোলে হারিয়েছে ইংল্যান্ড। ছবি : এক্স
ফিনল্যান্ডকে ৩-১ গোলে হারিয়েছে ইংল্যান্ড। ছবি : এক্স
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

[publishpress_authors_box]

নেশনস লিগে আগের ম্যাচে গ্রিসের কাছে হেরেছিল ইংল্যান্ড।  ধাক্কাটা কাটাতে রবিবার সেই ম্যাচের একাদশের ৬ জন বদল করেন ইংল্যান্ডের অন্তর্বর্তীকালীন কোচ লি কার্সলি। চোট কাটিয়ে ফেরেন হ্যারি কেইন ও জ্যাক গ্রিলিশ।

বদলে যাওয়া দল নিয়ে বদলে গেছে ইংল্যান্ডও। হেলসিঙ্কির অলিম্পিক স্টেডিয়ামে স্বাগতিক ফিনল্যান্ডকে ৩-১ গোলে হারিয়েছে তারা। একটি করে গোল জ্যাক গ্রিলিশ, ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড ও ডেকলান রাইসের।

 এই ‘বি’ লিগের দুই নম্বর গ্রুপে দুইয়ে আছে ইংল্যান্ড। চার ম্যাচে ৩ জয় ও ১ হারে ৯ পয়েন্ট তাদের। ৪ জয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে গ্রিস। রবিবারই রিপাবলিক অব আয়ারল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে তারা।

গ্রুপ ‘বি’ থ্রিতে বিধ্বস্ত হয়েছে আর্লিং হলান্ডের নরওয়ে। অস্ট্রিয়া ৫-১ গোলে হারিয়েছে তাদের। এই গ্রুপে ৪ ম্যাচে সমান ৭ পয়েন্ট নরওয়ে, অস্ট্রিয়া ও স্লোভেনিয়ার। কাজাখস্তান পয়েন্ট পায়নি এখনও।

গোলের পর সদ্য বাবা হওয়া গ্রিলিশের উদযাপন। ছবি : এক্স

১৮তম মিনিটে গোমেসের পাস বক্সে পেয়ে ডান পায়ের নিচু শটে ইংল্যান্ডকে এগিয়ে নেন গ্রিলিশ। সদ্য বাবা হওয়া গ্রিলিশ উদযাপন করেন মুখে বুড়ো আঙ্গুল চুষার ভঙ্গিতে।

৭৪ মিনিটে ২৫ গজ দূর থেকে নেওয়া ফ্রি-কিকে ব্যবধান দ্বিগুণ করেন অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড। ৮৪ মিনিটে লক্ষ্যভেদ করে জয় নিশ্চিত করে ফেলেন রাইস। ম্যাচ শেষের তিন মিনিট আগে এক গোল ফেরান ফিনল্যান্ডের আর্তু হসকনেন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত