ফৌজদারি কার্যবিধিতে লেখা আছে, কাউকে কীভাবে গ্রেপ্তার করতে হবে। তা মানতে হাই কোর্টের কড়া নির্দেশনাও ছিল। কিন্তু তারপরও সাদা পোশাকে গিয়ে পুলিশের গ্রেপ্তার থেমে ছিল না।
জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে দায়িত্ব নেওয়ার অন্তর্বর্তীকালীন সরকার সেই সংস্কৃতি বদলানোর চেষ্টা চালাচ্ছে। পুলিশ সংস্কারে হাত দিয়েছে। এরমধ্যেই স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী আশ্বস্ত করেছেন, পুলিশ আর সাদা পোশাকে গিয়ে কাউকে গ্রেপ্তার করবে না।
সোমবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের কার্যালয় পরিদর্শনে গিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
এসময় তিনি সাংবাদিকদের বলেন, “নির্ধারিত পোশাক ছাড়া ডিবি এখন থেকে সাদা পোশাকে কাউকে গ্রেপ্তার করবে না। আইনের বাইরে গিয়ে কাউকে গ্রেপ্তার করবে না।”
আওয়ামী লীগের শাসনকালে বিভিন্ন বাহিনীর দপ্তরে যে নির্যাতন কেন্দ্র ছিল, সেগুলোও বন্ধ করে দেওয়ার কথা জানিয়ে সাবেক সেনা কর্মকর্তা জাহাঙ্গীর বলেন, “ডিবিতে আয়নাঘর বা ভাতের হোটেল বলে কিছু থাকবে না। ডিবির প্রতিটি কার্যক্রমে স্বচ্ছতা থাকবে।”
স্বরাষ্ট্র উপদেষ্টা একথা বলার সময় তার পাশে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম এবং ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীও ছিলেন।
এ আগে গত ৯ ডিসেম্বর খুলনায় গিয়েও স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন, “সিভিল ড্রেসে কাউকে গ্রেপ্তার করা যাবে না। নিরপরাধ কাউকে গ্রেপ্তার করা যাবে না।”
সাদা পোশাক বা সাধারণ পোশাকে পুলিশের গ্রেপ্তার অভিযানে জটিলতার নজির অনেক রয়েছে। গত বছরের ২৪ জানুয়ারি ঢাকার মোহাম্মদপুরে জেনেভো ক্যাম্পে এমন এক অভিযানে গিয়ে স্থানীয়দের বাধার মুখে পড়তে হয়েছিল পুলিশকে।
তার চার বছর আগে ২০২০ সালের অক্টোবরে পুলিশের গ্রেপ্তার অভিযানে আইন না মানা দেখে হাই কোর্ট সাতটি নির্দেশনা দিয়েছিল। সেখানেও বলা হয়েছিল, কাউকে গ্রেপ্তার করতে গেলে আইন মেনেই তা করতে হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা সোমবার বলেন, “আইনের বাইরে গিয়ে কোনও কাজ করা যাবে না। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে সতর্কতার সাথে ও ধৈর্য ধরে দায়িত্ব পালন করতে হবে।”
বর্তমানে পুলিশের নিয়োগ-বদলিতে আগের মতো অস্বচ্ছতা নেই দাবি করে তিনি বলেন, “নিয়োগ, বদলি ও পদোন্নতির ক্ষেত্রে কোনও ধরনের তদবির ও আর্থিক সংশ্লিষ্টতার কোনও অবকাশ এখন নেই।”
পুলিশ বাহিনীর কোনও সদস্য শৃঙ্খলাবিরোধী কোনও কাজে জড়িত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
“বাহিনীর দুই-একজনের অপকর্মের জন্য পুরো বাহিনীর সবাইকে সমালোচনার সম্মুখীন হতে হয়। তাই নিজেদের ইমেজ পরিচ্ছন্ন রাখতে হবে এবং দুর্নীতিমুক্ত থাকতে হবে। পুলিশের সবাইকে অবশ্যই আইন ভালোভাবে জানতে হবে ও আইনের যথাযথ প্রয়োগ করতে হবে।”
সাংবাদিকের এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম বলেন, “যে কোনও ব্যক্তির দুর্নীতির বিরুদ্ধে আপনারা সংবাদ প্রচার করবেন ও সত্য ঘটনা তুলে ধরবেন। মিথ্যা সংবাদ প্রকাশ করা থেকে বিরত থাকবেন।”
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, সীমান্ত পরিস্থিতি এখনও সরকারের নিয়ন্ত্রণেই রয়েছে।
“আরাকান আর্মি ও মিয়ানমার সরকার উভয়ের সাথেই আমাদের যোগাযোগ রয়েছে। আমাদের বর্ডার যেন শান্ত থাকে, সেটার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।”