Beta
বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
Beta
বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

আইন-শৃঙ্খলা পরিস্থিতি অচিরেই স্বাভাবিক হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

HOME ADVISOR 51124
[publishpress_authors_box]

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে। সম্পূর্ণ স্বাভাবিক হতে অনেক সময় লাগবে না, অচিরেই তা হয়ে যাবে।

বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন অ্যারাল্ড গুলব্র্যান্ডসেনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল মঙ্গলবার সচিবালয়ের কৃষি মন্ত্রণালয়ে উপদেষ্টার সঙ্গে দেখা করতে গেলে তিনি একথা বলেন।

এসময় পুলিশ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “অভ্যুত্থান পরবর্তী সময়ে কাজে যোগ না দেওয়া পুলিশের সংখ্যা অনেক কম। বিভিন্ন পদে পুলিশের নিয়োগ চলছে। পুলিশের মনোবল চাঙ্গা করতেও প্রয়োজনীয় কিছু কার্যক্রম চলছে।”

পুলিশের সংস্কারকাজে সহযোগিতা করতে নরওয়ে আগ্রহী বলে রাষ্ট্রদূত জানালে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “এ বিষয়ে পুলিশ সংস্কার কমিশনকে বলা হবে। যেন তারা এ বিষয়ে যোগাযোগ করে।”

এসময় খাদ্য নিরাপত্তা, জলবায়ু, বন্যায় ফসলের ক্ষয়ক্ষতি, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, পুলিশ ও রোহিঙ্গাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বাসসে প্রকাশিত খবরে বলা হয়েছে, নরওয়ের রাষ্ট্রদূত নাইট্রোজেন সার রপ্তানিতে তার দেশের আগ্রহের কথা জানালে উপদেষ্টা বলেন, “দেশে সারের চাহিদা রয়েছে। আমরা নিয়মিত বিভিন্ন দেশ থেকে সার আমদানি করছি, নরওয়ে চাইলে জিটুজি বা বেসরকারি খাতের মাধ্যমে সার রপ্তানি করতে পারে।”

জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রশংসা করেন নরওয়ের রাষ্ট্রদূত। এসময় কৃষি উপদেষ্টা নরওয়েতে কিছু রোহিঙ্গা নাগরিকদের আশ্রয় দেওয়ার অনুরোধ করেন।

কৃষি ও মৎস্যখাতে বাংলাদেশ থেকে তরুণ গবেষক নেওয়ার জন্যও নরওয়েকে অনুরোধ করেন উপদেষ্টা। রাষ্ট্রদূত এ বিষয়ে আন্তরিকভাবে কাজ করার আশ্বাস দেন।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত