২০১৩ সালে সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ে ‘গেইমস এন্ড স্পোর্টস’ শিরোনামে অন্তর্ভুক্ত করা হয়েছিল বিশ্বের আট বিখ্যাত ক্রীড়া ব্যক্তিত্বের একটি অধ্যায়। সেখানে নাম ছিল বাংলাদেশ ফুটবলের কিংবদন্তি কাজী সালাউদ্দিন আর ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ছিলেন ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের নামও।
সপ্তম শ্রেণীর নতুন পাঠ্যবই ‘ইংলিশ ফর টুডে’তে খেলাধুলো বিষয়ক অধ্যায়ে বাদ দেওয়া হয়েছে সালাউদ্দিন, সাকিব আর টেন্ডুলকারকে। তাদের জায়গায় অন্তর্ভুক্ত করা হয়েছে জাতীয় পুরুষ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া, দাবাড়ু রানী হামিদ আর নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিকে।
আগের পাঠ্যবইয়ে সাকিব ও কাজী সালাউদ্দিনকে নিয়ে আলাদা একটা অধ্যায়ও ছিল, বাদ দেওয়া হয়েছে সেটাও। টানা চারবারের বাফুফের সাবেক সভাপতি কাজী সালাউদ্দিন রাজনীতিতে না জড়ালেও ছিলেন শেখ পরিবারের ঘনিষ্ঠ। আর সাকিব আল হাসান আওয়ামী লীগের ব্যানারে মাগুরা-১ আসন থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন।
জামাল ভুঁইয়া, রাণী হামিদ, নিগার সুলতানার সঙ্গে নতুন পাঠ্যবইয়ে রয়ে গেছেন আগের পাঁচ কিংবদন্তি ব্রাজিলের পেলে, আর্জেন্টিনার ডিয়েগো ম্যারাডোনা, বাংলাদেশের পর্বতারোহী নিশাত মজুমদার, ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার ব্রায়ান লারা ও টেনিস কিংবদন্তি সেরেনা উইলিয়ামস।
পাঠ্যবইয়ে নিজের নাম দেখে ফেইসবুকে জামাল ভুঁইয়া লিখেছেন, ‘‘আলহামদুলিল্লাহ।’’