Beta
বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
Beta
বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

মানসিক চাপ কমানোর এ কেমন তরিকা

পুলিশের হাতে আটক হওয়ার পর জাপানের ৩৭ বছর বয়সী এক ব্যক্তি জানিয়েছেন, চুরি করে অন্যের বাড়িতে ঢোকা তার শখ।
পুলিশের হাতে আটক হওয়ার পর জাপানের ৩৭ বছর বয়সী এক ব্যক্তি জানিয়েছেন, চুরি করে অন্যের বাড়িতে ঢোকা তার শখ।
[publishpress_authors_box]

মানসিক চাপ বেড়ে গেলে হৃদস্পন্দন ও রক্তচাপ বেড়ে যাওয়ার পাশাপাশি নানান শারীরিক জটিলতার সম্মুখীন হয় মানুষ। এ কারণে গভীরভাবে শ্বাস নেওয়া, হাসিখুশি থাকাসহ মানসিক চাপ কমানোর বিভিন্ন উপায় বাতলে দিয়েছেন বিশেষজ্ঞরা।

তবে বিশেষজ্ঞদের এসব পরামর্শে সন্তুষ্ট হতে পারেননি জাপানের এক ব্যক্তি। আর তাইতো তিনি বেছে নিয়েছেন নিজের পছন্দের ভিন্নধর্মী এক পথ– অন্যের বাড়িতে অনুপ্রবেশ।

অবশ্য মানসিক চাপ কমাতে নিজের পছন্দের এই পন্থা অবলম্বন করতে গিয়ে বিপাকে পড়েছেন ৩৭ বছর বয়সী ওই ব্যক্তি। চুরি করে অন্যের বাড়িতে ঢোকার অভিযোগে তাকে আটক করার কথা জানিয়েছে পুলিশ।

জাপানের ফুকুওকা অঞ্চলের দাজাইফু শহরে একটি বাড়িতে অনুপ্রবেশের অভিযোগে সোমবার তাকে আটক করা হয় বলে বুধবার জানিয়েছেন পুলিশের এক মুখপাত্র।

স্থানীয় সংবাদমাধ্যম মাইনিচি শিম্বুন-এর প্রতিবেদনের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, পুলিশের জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি এখন পর্যন্ত এক হাজারের বেশি বাড়িতে অনুপ্রবেশের কথা স্বীকার করেছেন।

তিনি বলেন, “চুরি করে অন্যের ঘরে ঢোকা আমার শখ। আমি এক হাজারেরও বেশিবার এটি করেছি।”

এভাবে তার মানসিক চাপ কমে দাবি করে ওই ব্যক্তি বলেন, “অন্যের বাড়িতে চুরি করে ঢোকার পর ধরা পড়ে যাব কিনা– এই ভেবে আমার ভেতরে এত উত্তেজনা তৈরি হয় যে আমার হাতের তালু ঘামতে থাকে। এতে আমার মানসিক চাপ কিছুটা লাঘব হয়।”

তবে চুরি করে অন্যের বাড়িতে ঢুকলেও তার বিরুদ্ধে সেসব বাড়ি থেকে কোনও কিছু চুরির অভিযোগ রয়েছে কিনা সে বিষয়ে কিছু জানায়নি পুলিশ।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত