বলা হচ্ছিল বিদেশি কোচে মোহভঙ্গ হয়েছে পাকিস্তানের। সাদা বলের কোচের পদ থেকে গ্যারি কারস্টেন সরে দাঁড়ানোর পর জেসন গিলেস্পিকেই চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত তিন সংস্করণের কোচ করার কথা ভাবছিল পিসিবি।
এরই মাঝে রবিবার ইএসপিএনক্রিকইনফো জানায়, গিলেস্পিকে সরিয়ে আকিব জাভেদকে তিন সংস্করণের কোচ করছে পিসিবি! স্থানীয় গণমাধ্যমেও উঠে আসে একই খবর। তবে সেটা গুজব বলে উড়িয়ে দিয়েছে পিসিবি।
রবিবারই তারা বিবৃতি দিয়ে জানায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লাল বলের দুই ম্যাচে আকিব নয় কোচ থাকছেন গিলেস্পিই। সেই সিরিজ শেষে গিলেস্পি থাকবেন কিনা তা অবশ্য স্পষ্ট করেনি পিসিবি।
গুজব ছড়িয়েছিল পিসিবি লাল বলের কোচকে বাড়তি দায়িত্ব দলেও অতিরিক্ত সম্মানী দিতে চায়নি গিলেস্পিকে। এটাই মানতে পারেননি এই অস্ট্রেলিয়ান। তাছাড়া খুব বেশিদিন পাকিস্তানেও থাকেন না তিনি।
এজন্য গিলেম্পিকে সরিয়ে আকিব জাভেদকে কোচ করার খবর ছড়ায় ক্রিকইনফোর মতো নির্ভরযোগ্য ওয়েবসাইটে। তবে আপাতত সেটা গুজব বলে উড়িয়ে দিল পিসিবি।