জামদানি শাড়িই পরেছিলেন জয়া আহসান, তবে একটু ভিন্ন ঢঙে। তার ভাষায়, যেভাবে শাড়িকে সাধারণতঃ উপস্থাপন করা হয় সেই ‘রীতি ভেঙে দিতে’ চেয়েছেন তিনি।
“বাংলাদেশের ঢাকাই জামদানি শাড়ি আমার কাছে অন্যতম একটি প্রধান সাংস্কৃতিক উপকরণ।
“আমি চেষ্টা করি আমি যে সংস্কৃতি থেকে বেড়ে উঠেছি তাকে নিজের মতো উপস্থাপন করতে। একজন শিল্পী হিসেবে এটা আমার জন্য গুরুত্বপূর্ণ,” বলেন দুই বাংলার এই জনপ্রিয় অভিনেত্রী।
জয়ার জামদানি শাড়িটি বুননে ছয় মাসের বেশি সময় লেগেছে। শাড়ি পরার ধরনের ভিন্নতা নিয়ে জয়া নিজের ফেইসবুক পোস্টে লিখেছেন, “এই কন্টেমপোরারি বা আধুনিক পরিবেশনার উদ্দেশ্য হলো আরো শক্তি ও আত্মবিশ্বাস ফুটিয়ে তোলা।”
শাড়িতে আঁকা শিল্পকর্মে একজন প্রাচীন নারী যোদ্ধার চিত্রকল্প তুলে ধরা হয়েছে। শাড়িটি নকশা পরিকল্পনায় কাজ করেছে থ্রেড বিডি।
জয়া জানালেন বাংলাদেশের জামদানিকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরতে, তিনি এই শাড়িতে হাজির হয়েছিলেন গেল ১ ডিসেম্বর মুম্বাইয়ে ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসের অনুষ্ঠানে।
“এটার জন্য ফিল্মফেয়ার মঞ্চের চেয়ে ভালো কিছু হয় না। পৃথিবীর সব বড় বড় শিল্পীদের সাথে মিলিত হওয়ার দারুণ মঞ্চ ফিল্মফেয়ার, কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই,” তিনি বলেন।
ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে গেল বছর মুক্তি পায় জয়া আহসান অভিনীত ‘কড়ক সিং’। অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত এই সিনেমাটি ফিল্মফেয়ারে ১১টি ক্যাটাগরিতে নমিনেশন পায়। যদিও পুরস্কার জোটেনি একটিতেও।
তবে জয়া আহসান মঞ্চে উঠেছিলেন পুরস্কার তুলে দিতে।
এদিকে আজমেরী হক বাঁধন অভিনীত বিশাল ভরদ্বাজ পরিচালিত ‘খুফিয়া’ ওয়েব ফিল্মে অভিনয়ের জন্য বাঁধনের সহ-অভিনেত্রী ওয়ামিকা গাব্বি পুরস্কৃত হয়েছেন ওয়েব ফিল্ম ক্যাটাগরিতে।
এবার ১৬টি পুরস্কার বাগিয়ে বাজিমাত করেছে সঞ্জয় লীলা বানসালির সিরিজ ‘হীরামণ্ডি : দ্য ডায়মন্ড বাজার’। ঠিক তার পরেই রয়েছে ১২টি পুরস্কার জিতে নেয়া সিরিজ ‘গানস অ্যান্ড গুলাবস’।
ওয়েব ফিল্ম ক্যাটাগরিতে ‘জানে জান’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন কারিনা কাপুর। ‘অমর সিং চমকিলা’ দিয়ে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন দিলজিৎ দোসাঞ্জ আর একই সিনেমার জন্য সেরা নির্মাতা হয়েছেন ইমতিয়াজ আলী।
এক নজরে ফিল্মফেয়ার ওটিটির উল্লেখযোগ্য পুরস্কার
ওয়েব সিরিজ
সিরিজ: দ্য রেলওয়ে ম্যান
অভিনেতা (কমেডি): রাজকুমার রাও (গানস অ্যান্ড গুলাবস)
অভিনেতা (ড্রামা): গগন দেব (স্ক্যাম ২০০৩)
অভিনেত্রী (কমেডি): গীতাঞ্জলি কুলকার্নি (গুল্লাক ৪)
অভিনেত্রী (ড্রামা): মনীষা কৈরালা (হীরামণ্ডি)
ওয়েব ফিল্ম
ওয়েব অরিজিনাল ফিল্ম: অমর সিং চমকিলা
পরিচালক: ইমতিয়াজ আলী (অমর সিং চমকিলা)
অভিনেতা: দিলজিৎ দোসাঞ্জ (অমর সিং চমকিলা)
অভিনেত্রী: কারিনা কাপুর (জানে জান)
সহ-অভিনেতা: জয়দীপ আওলাত (মহারাজ)
সহ-অভিনেত্রী: ওয়ামিকা গাব্বি (খুফিয়া)
সঙ্গীত: এ আর রহমান (অমর সিং চমকিলা)
সমালোচক পুরস্কার
সিরিজ: গানস অ্যান্ড গুলাবস
সিনেমা: জানে জান
অভিনেতা (সিনেমা): জয়দীপ আহালওলাত (জানে জান)
অভিনেত্রী (সিনেমা): অনন্যা পান্ডে (খো গায়ে হাম কাহা)
অভিনেতা (সিরিজ): কে কে মেনন (মুম্বাই মেরি জান)
অভিনেত্রী (সিরিজ): হুমা কুরেশি (মহারানি সিজন থ্রি)