জয়া আহসানের যাত্রাটি এখন একটু অন্যরকম। ঠিক চেনা ফ্রেমে আর ধরা দিচ্ছেন না জয়া, যা খুব ভালোভাবেই টের পাওয়া যাচ্ছে। কেননা প্রথমবারের মতো ওয়েব সিরিজের জগতে পা ফেলেছেন তিনি। আর এর জন্য তিনি বেছে নিয়েছেন ওয়েব সিরিজ ‘মহনগর’-খ্যাত নির্মাতা আশফাক নিপুনকে। তার নির্মাণাধীন ওয়েব সিরিজ ‘জিম্মি’-তে অভিনয় নিয়েই ব্যস্ততা তার। সেই সেট থেকেই জয়া জানালেন নতুন খবর।
ফেইসবুকে জয়া আহসানের দেওয়া একটি ছবি ইতিমধ্যে সাড়া ফেলে দিয়েছেন। আর সেটি হল প্রীতম হাসানের সংগীত পরিচালনায় একটি গানের ভিডিওতে হাজির হতে যাচ্ছেন তিনি। ওই যে বললাম ঠিক চেনা ফ্রেমে নয়, তাই হতে যাচ্ছে। এও শোনা যাচ্ছে গানের ভিডিওতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন জয়া।
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র যদিও দাবি করেছে মুক্তি পেতে যাওয়া কোন চলচ্চিত্রের চরিত্রে হাজির হচ্ছেন তিনি। তবে সকাল সন্ধ্যাকে জয়া আহসান বললেন ভিন্ন কথা- “এটি একদমই প্রীতমের একটি গানে আমার অংশগ্রহণ। আমার প্রয়োজনা প্রতিষ্ঠান সিতে সিনেমা এবং প্রীতমের যৌথ উদ্যোগে গানটা করা হয়েছে। গানের স্টোরির জন্যই একটি ক্যারেক্টার প্লে করতে হয়েছে। খুব ভালো লেগেছে কাজটা করে।”
গানের ভিডিওটি নির্মাণ করেছেন সাদিয়া ইসলাম রোজা। গানে প্রীতমের সঙ্গে কণ্ঠ দিয়েছেন এলিটা। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি জয়ার সঙ্গে অভিনয়ও করেছেন তারা দু’জন।
এলিটা জানালেন তার অভিজ্ঞতার কথা।
তিনি বলেন, “প্রীতমের সঙ্গে অনেকদিন ধরেই একসাথে কাজ করার পরিকল্পনা হচ্ছিল। ভালো একটা প্রজেক্টের অপেক্ষা করছিলাম আমরা। গানটা নিয়ে খুবই হ্যাপি আমি। প্রীতম আমার গায়কিটা বুঝেই আমাকে গানটিতে আমাকে অন্তর্ভূক্ত করেছে। জয়া আপার সাথে স্ক্রিন শেয়ার করাটাও ছিল অন্যরকম অভিজ্ঞতা। গানের ভিডিওটা যিনি বানিয়েছেন তিনি খুবই ট্যালেন্ডেট। পুরান ঢাকায় গানটির চিত্রায়ন হয়েছে।”
গানের প্রচারণায় প্রীতম ও এলিটাকে সঙ্গে নিয়ে সোমবার ইনস্টাগ্রামে লাইভেও অংশ নেন জয়া। তিনি জানান, চলতি মাসের শেষেই গানটি মুক্তি পেতে যাচ্ছে।
এদিকে প্রথমবারের মতো ওয়েব সিরিজে কাজের অভিজ্ঞতাও জানালেন সকাল সন্ধ্যাকে। জয়া বলেন, “ওয়েব সিরিজে কাজের অভিজ্ঞতা প্রথম। উপভোগ করছি। একটু পার্থক্যতো আছেই। তবে, নিপুন কাজটি ফিল্মের মতোই করছে। আশা করছি দারুণ কিছু হবে।”
সম্প্রতি মুক্তি পেয়েছে জয়া অভিনীত আকরাম খানের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘নকশী কাঁথার জমিন’। সিনেমা মুক্তির সেলিব্রেশন সেরে নতুন রূপে হাজির হতে যাচ্ছেন তিনি। ফেইসবুকে নানা ‘লুকে’ ভক্তদের চমকে দিয়ে জয়া আহসান জানান দিচ্ছেন তার ম্যাজিক এখনো ফুরোয়নি।