Beta
সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫
Beta
সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫

ওবামার সঙ্গে প্রেম! কী বললেন ‘ফ্রেন্ডস’ তারকা জেনিফার অ্যানিস্টন

বারাক ওবামা জেনিফার অ্যানিস্টন পরিণয় গুজব
[publishpress_authors_box]

গুজব তো না যেন বোমা! যার সঙ্গে আবার জড়িয়ে আছেন বারাক ওমাবা! আর এই বোমা ফাটলো অনলাইনে।

গুঞ্জন চলছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আর হলিউডের ফ্রেন্ডস খ্যাত তারকা জেনিফার অ্যানিস্টনের মধ্যে নাকি কুসুম কুসুম প্রেম চলছে। তাদের সম্ভাব্য রোমান্স নিয়ে অনলাইন আবারও বেশ সরব।

গুজবের সূত্রপাত ইন্টাচ ম্যাগাজিনের এক চমকপ্রদ শিরোনাম। যেখানে লেখা ছিল দ্য ট্রুথ অ্যাবাউট জেন অ্যান্ড বারাক । ওই একই গুজব হালে আবারও পানি পেলো নেট দুনিয়ায়।

অবশ্য গেল অক্টোবরে আমেরিকান টক শো জিমি কিমেল লাইভ-এ এসে প্রথমবারের মতো জেনিফার অ্যানিস্টন এই বিষয়ে মুখ খোলেন।

জেনিফার অ্যানিস্টন
নব্বইয়ের দশকে জনপ্রিয় কমেডি সিরিজ ‘ফ্রেন্ডস’-এ অভিনয় করে খ্যাতির শীর্ষে পৌঁছে যান জেনিফার অ্যানিস্টন।

ওই টিভি শো-তে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে তার গোপন রোমান্সের গুজব নিয়ে অ্যানিস্টন বলেন, “জার্নালিস্টদের কাছ থেকে ফোন এলে আপনি আকাশ থেকে পড়বেন। মনে হবে, ‘এসব আবার কী হচ্ছে?’ অথবা ইমেইলে জানতে পারবেন কোনো সস্তা ট্যাবলয়েড একটা গল্প বানিয়েছে, আর তারপর যা হবার তাই।”

মজা করে অ্যানিস্টন আরও বলেন, “আমি এতে মোটেও বিরক্ত হইনি।”

তার যে ওবামা পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে সে কথা যদিও অস্বীকার করেননি জেনিফার অ্যানিস্টন। উল্টো বলেছেন, “আমি মিশেলকে বারাকের থেকেও বেশি চিনি।” আর তার এই কথাটাই অনলাইনে ভাইরাল হয়ে যায়।

সম্প্রতি, বারাক-মিশেলের বিচ্ছেদের গুঞ্জনকে জড়িয়ে সামনে এসেছে জেনিফার অ্যানিস্টনের নাম। অনেকের ধারণা আমেরিকার সাবেক এই প্রেসিডেন্টের বিচ্ছেদ গুঞ্জনের পেছনে রয়েছেন অ্যানিস্টন।

নতুন করে গুজব ছড়ানোর পরও বিচলিত নন জেনিফার অ্যানিস্টন। টিভি শোতে বেশ হাস্যজ্জ্বল মুখেই তিনি বলেন, “শুনেছি, আমার আর বারাকের সম্পর্ক নিয়ে আবারও গুজব রটেছে। আমি একটুও রাগ করিনি। ভালো করেই জানি, কী করে গুজব ছড়ায়।”

আমেরিকান টেলিভিশনের ইতিহাসে অন্যতম জনপ্রিয় কমেডি সিরিজ ফ্রেন্ডস-এ অভিনয় করে খ্যাতির শীর্ষে পৌঁছে যান জেনিফার অ্যানিস্টন।

প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন খ্যাতিমান হলিউড অভিনেতা ব্র্যাড পিটের সাথে, তারপর বিয়েও করেন তারা ২০০০ সালে। তবে তাদের বিচ্ছেদ ঘটে ২০০৫ সালে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত