Beta
সোমবার, ১ জুলাই, ২০২৪
Beta
সোমবার, ১ জুলাই, ২০২৪

আধুনিক সরঞ্জাম নিয়ে প্যারা অলিম্পিকে ঝুমা

প্যারা আর্চারির আধুনিক সরঞ্জাম বুঝে পেলেন ঝুমা আক্তার।
প্যারা আর্চারির আধুনিক সরঞ্জাম বুঝে পেলেন ঝুমা আক্তার।
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

আর্চারির জন্য সময়টা বেশ ভালো কাটছে। গত সপ্তাহে প্যারিস অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছেন সাগর ইসলাম। এর আগে মার্চে প্যারা অলিম্পিক গেমসে খেলা নিশ্চিত করেন ঝুমা আক্তার।

দুবাইয়ে অনুষ্ঠিত প্যারা অলিম্পিক কোটা টুর্নামেন্টে ব্রোঞ্জ জয় করেন বাংলাদেশের ঝুমা আক্তার। ব্রোঞ্জ জেতায় প্যারা অলিম্পিক গেমসে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেন তিনি। সামার অলিম্পিকের এক মাস পর প্যারিসে অনুষ্ঠিত হবে প্যারা অলিম্পিক। ২৮ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে গেমস।

সাভারের বিকেএসপিতে নিয়মিত অনুশীলন করছেন ঝুমা। পারফরম্যান্সের জন্য প্যারা আরচ্যারদের ভালো মানের হুইল চেয়ার অনেক গুরুত্বপূর্ণ বিষয়। ঝুমার যে আক্ষেপ ছিল এতো দিন, সেটাও ঘুচল অবশেষে।

ঝুমা আক্তারের পাশে দাঁড়িয়েছেন গাজী টেলিভিশনের পরিচালক সানিয়া বিনতে মাহাতাব।

আধুনিক হুইল চেয়ার পেয়েছেন ঝুমা আক্তার। তার পাশে দাঁড়িয়েছেন গাজী টেলিভিশনের পরিচালক সানিয়া বিনতে মাহাতাব। আধুনিক হুইল চেয়ারের পাশাপাশি উন্নত মানের তীর ধনুকও ঝুমার হতে তুলে দিয়েছেন তিনি। হুইল চেয়ার হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্যারা আর্চারি অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল।

উন্নত মানের হুইল চেয়ার ও তীর ধনুক পেয়ে দারুন খুশি ঝুমা। স্বপ্ন অনেক বড় ঝুমা আক্তারের। প্যারা অলিম্পিক গেমসে ভালো কিছু করে দেশের জন্য সম্মান নিয়ে আসতে চান তিনি।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত