Beta
রবিবার, ৭ জুলাই, ২০২৪
Beta
রবিবার, ৭ জুলাই, ২০২৪

জিতেন্দ্র কুমারের ‘কোটা ফ্যাক্টরি’ কি ‘পঞ্চায়েত’ টপকাবে?

jitendra-kumar-130624
Picture of সকাল সন্ধ্যা ডেস্ক

সকাল সন্ধ্যা ডেস্ক

তিনি বলিউডের বড় কোনও ফিল্ম স্টার নন; এরপরও ভারতে তো বটেই, বাংলাদেশের দর্শকের কাছেও তিনি আজকাল কোনও মেগাস্টারের চেয়ে কম নন।

তিনি এমন একজন নায়ক যিনি মধ্যবিত্তের জীবনের সঙ্গে খাপ খেয়ে যান।

কে এই ‘তিনি’?

তার নাম জিতেন্দ্র কুমার; যিনি চেহারা-ফিগার দিয়ে নয়, কেবল সাবলীল অভিনয় দিয়েই মন কেড়েছেন দর্শকের।

জিতেন্দ্র কুমার অভিনীত দুটি ওয়েব সিরিজ ‘কোটা ফ্যাক্টরি’ এবং ‘পঞ্চায়েত’ এরমধ্যে ওয়েব দুনিয়ার বাঘা বাঘা প্রডাকশনকে টপকে গেছে।

‘কোটা ফ্যাক্টরি’ সিরিজের প্রথম কিস্তি এসেছিল ২০১৯ সালে; ইউটিউবে দ্য ভাইরাল ফিভার বা টিভিএফ চ্যানেলে। এরপর ২০২১ সালে নেটফ্লিক্সে এলো এই সিরিজের দ্বিতীয় কিস্তি।

এবার নেটফ্লিক্স ঘোষণা দিয়েছে, ’কোটা ফ্যাক্টরি’ সিরিজের তিন নম্বর কিস্তি আসছে আগামী ২০ জুন।

ইউটিউবে নেটফ্লিক্সের চ্যানেলে তিন মাস আগে এসেছিল নতুন কিস্তির ’ফার্স্ট লুক’। এবার ১১ জুন মুক্তি পেলো অফিসিয়াল ট্রেইলার; যা এর মধ্যে ৮০ লাখ ভিউ পেয়েছে।

ওদিকে ’পঞ্চায়েত’ সিরিজের তৃতীয় সিজনের সিরিজ এনেছে অ্যামাজন প্রাইম ভিডিও। অন্তত দুই বছর ধরে প্রতীক্ষা চলছিল ’পঞ্চায়েত’ সিরিজের। গত ২৮ মে মুক্তি পাওয়ার পর হাসি-কান্না মিলিয়ে দারুণ রোমাঞ্চকর সাড়া জাগিয়েছে পঞ্চায়েত।

এখন পর্যন্ত সেরা ওয়েব সিরিজ খেতাব নিয়ে বিগ বাজেটের ‘গেম অব থ্রোনস’ আইএমডিবি রেটিং পেয়েছে ৯.২/১০। আর অনেকের চোখে সবচেয়ে নিখুঁত ‘ব্রেকিং ব্যাড’ ফিকশন সিরিজের রেটিং হচ্ছে ৯.৫/১০।

এদিকে ’কোটা ফ্যাক্টরি’ আর ’পঞ্চায়েত’ দুটোই আইএমডিবি রেটিং ৯/১০ পেয়ে বসে আছে।

‘কোটা ফ্যাক্টরি’ সিরিজে ‘জিতু ভাইয়া’ না কি ‘পঞ্চায়েত’ সিরিজের ‘সচিবজি’ চরিত্রে জিতেন্দ্র কুমার সেরা? এ নিয়ে বিতর্ক এখনও উত্তুঙ্গে।

আর তাই এ কথা বলাই যায়, বিনোদন জগতে জুন মাসের পুরোটা জিতেন্দ্র কুমারেরই দখলে থাকবে ।      

জিতেন্দ্র কুমারের জানা-অজানা

অভিনেতা জিতেন্দ্র কুমারের ক্যারিয়ার শুরু হয়েছিল প্রকৌশলী হিসেবে। তার বাবাও একজন সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন। ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) খড়গপুর থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে ব্যাচেলর অব টেকনোলজি (বি.টেক) ডিগ্রি নেন তিনি।

পাস করার পর চাকটি জুটেছিল ঠিকই; কিন্তু ভালো না লাগায় কয়েক মাস পরেই প্রকৌশলীর চাকরি ছেড়ে দেন জিতেন্দ্র। কিছুদিন বেকার থাকেন। এরমধ্যে তার যোগাযোগ হয় আইআইটির এক বড় ভাই বিশ্বপতি সরকারের সঙ্গে। দ্য ভাইরাল ফিভারে যোগ দেওয়ার পরামর্শ বিশ্বপতিই দিয়েছিলেন জিতেন্দ্রকে।

দিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামা প্রতিষ্ঠানে আবেদন করেছিলেন জিতেন্দ্র। কিন্তু সেখানে সুযোগ হয়নি তার। হাল না ছেড়ে অভিনয়কে ভালোবেসে জিতেন্দ্র মুম্বাইতে থিতু হন।

নিজেকে টিকিয়ে রাখতে তাকে বেশ সংগ্রামও করতে হয়। সপ্তাহে পাঁচদিন অভিনয়ের পাশাপাশি বাড়তি অর্থ উপার্জনে পদার্থবিদ্যা ও গণিতের টিউশনি করিয়েছেন।

২০১২ সালে টিভিএফ প্রযোজিত জিতেন্দ্র কুমার অভিনীত প্রথম ভিডিওটির শিরোনাম ছিল- ‘মুন্না জাজবাতি: দ্য কিউ-টিয়া ইন্টার্ন’। এখানে তিনি একজন করপোরেট ইন্টার্নের চরিত্রে অভিনয় করেছিলেন। ভিডিওটি ইউটিউবে প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই ৩০ লাখের কাছাকাছি ভিউ পায়।

এরপরে তিনি ‘টেক কনভার্স উইথ ড্যাড’ এবং ‘টিভিএফ ব্যাচেলরস সিরিজ’ সহ বিভিন্ন ভিডিওতে হাজির হন। এমনকি তিনি এক ভিডিওতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকেও নকল করেন।

‘কোটা ফ্যাক্টরি’ ওয়েব সিরিজ ছাড়াও জিতেন্দ্র কুমারের ঝুলিতে আছে ‘টিভিএফ পিচার্স’ এবং ‘পারমানেন্ট রুমমেটস’।

‘শুভ মঙ্গল জিয়াদা সাবধান’ সিনেমা দিয়ে বলিউডের মূল ধারায় যুক্ত হয়েছেন ২০২০ সালে। ওই সিনেমায় তিনি ছিলেন আয়ুষ্মান খুরানার বিপরীতে সমকামী চরিত্রে। রোমান্টিক কমেডি ধাঁচের এই সিনেমায় দুই অভিনেতার মধ্যে ‘লিপ-লক’ দৃশ্যটি তুমুল সমালোচনার জন্ম দিয়েছিল।

‘পঞ্চায়েত’ সিরিজের সিজন ৩ মুক্তির প্রথম সপ্তাহেই ১ কোটি ২০ লাখেরও বেশি ভিউ পেয়েছে। ওটিটি প্ল্যাটফর্মগুলোর স্ট্রিমিং পর্যবেক্ষক-বাজার বিশ্লেষক সংস্থা ওরম্যাক্স বলছে, সব অনলাইন প্লাটফর্মের সঙ্গে তুলনায় মুক্তির প্রথম সপ্তাহে ভিউয়ের দিক থেকে এক নম্বর অরিজিনাল সিরিজ ছিল ‘পঞ্চায়েত’।  

দেখার বিষয় এটাই যে, ২০ জুন মুক্তি পেতে যাওয়া জিতেন্দ্র কুমার অভিনীত ‘কোটা ফ্যাক্টরি’র নতুন সিজন ‘পঞ্চায়েত’ টপকে যেতে পারে কি না?

এক কথায় বলা যায়, এই জুনে হাড্ডাহাড্ডি লড়াই জমবে জিতেন্দ্র কুমার বনাম জিতেন্দ্র কুমার নিয়ে ।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত