শুরুতে অস্ট্রেলিয়ার ব্যাটিং তাণ্ডবে ইঙ্গিত ছিল রান উৎসবের ম্যাচের। কিন্তু সিডনির দ্বিতীয় টি-টোয়েন্টি পরিণত হলো লো স্কোরিংয়ের থ্রিলারে। যেখানে স্পেনসার জনসনের তোপে পাকিস্তানকে ১৩ রানে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া।
শনিবার (১৬ নভেম্বর) সিডনি ক্রিকেট গ্রাউন্ডে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৪৭ রান করে অস্ট্রেলিয়া। এই লক্ষ্য তাড়া করতে নেমে জনসনের তোপের মুখে পড়ে পাকিস্তান। বাঁহাতি পেসার টপ অর্ডার গুঁড়িয়ে দিয়ে নেন ৫ উইকেট। শেষ পর্যন্ত ১৯.৪ ওভারে পাকিস্তান অলআউ্ট হয় ১৩৪ রানে। টানা দুই ম্যাচ জিতে তিন ম্যাচের সিরিজ ২-০তে জিতে নিয়েছে স্বাগতিকরা।
টস জিতে ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার ম্যাথু শর্ট ও জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক। মাত্র ৩.৪ ওভারে তারা স্কোরে জমা করেন ৫২ রান। ৯ বলে ৩ চার ও ১ ছক্কায় ২০ রান করে আউট হন ফ্রেজার-ম্যাকগার্ক। তার বিদায়ের পরপই আউট অধিনায়ক জশ ইংলিস (০)।
শুরুতে যেভাবে রান উঠছিল, দ্রুত উইকেট হারানোর সেভাবে স্কোর বাড়েনি। ওপেনার শর্ট ১৭ বলে ২ চার ও ২ ছক্কায় ৩২ রান করে বিদায় নিলে ৫৮ রানে ৩ উইকেট হারায় অস্ট্রেলিয়ার। এরপর কমতে থাকে রানের গতি। আগের ম্যাচে ঝড় তোলার গ্লেন ম্যাক্সওয়েল করেন ২০ বলে ২১ রান। মার্কাস স্টোইনিস আউট ১৪ রানে। টিম ডেভিড ১৮ ও অ্যারন হার্ডি করেন ২৮ রান।
পাকিস্তানের হারিস রউফ ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে নেন ৪ উইকেট। আব্বাস আফ্রিদি ৪ ওভারে ১৭ রান খরচায় পেয়েছেন ৩ উইকেট।
১৪৮ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই এলোমেলো পাকিস্তান। ৪৪ রানে হারায় বাবর আজম (৩), শাহিবজাদা ফারহান (৫), মোহাম্মদ রিজওয়ান (১৬) ও সালমান আগার (০) উইকেট। টপ অর্ডারের ব্যর্থতার পর চেষ্টা চালিয়েছেন উসমান খান ও ইরফান খান। তবে উসমানের ৩৮ বলে ৪ বাউন্ডারি ও ১ ছক্কায় খেলা ৫২ রান বৃথা গেছে। ইরফান ২৮ বলে ৪ বাউন্ডারি ও ১ ছক্কায় অপরাজিত ৩৭ রান করেও জেতাতে পারেননি পাকিস্তানকে।
পাকিস্তানের টপ অর্ডার গুঁড়িয়ে দিয়ে জয়ের নায়ক স্পেনসার জনসন। বাঁহাতি পেসার ৪ ওভারে ২৬ রান দিয়ে নেন ৫ উইকেট। অ্যাডাম জাম্পা ৪ ওভারে ১৯ রান খরচায় পেয়েছেন ২ উইকেট।