Beta
বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
Beta
বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

লেডি গাগা কি পারবেন ‘জোকার ২’-তে প্রথমটির মতো দর্শক টানতে

joker main
[publishpress_authors_box]

‘জোকার’ সিনেমাটি ২০১৯ সালে যখন মুক্তি পেল, তখন বক্স অফিস কাঁপিয়ে দিয়েছিল। শিল্প ও সংস্কৃতির জগতের লেগেছিল জোরেসোরে ধাক্কা।

আর্থার ফ্লেক ওরফে জোকারের অপরাধী ও মানসিক রোগ নিয়ে তৈরি জমজমাট ‘জোকার’ সিনেমাটির নায়ক ডিসি কমিক্সের ব্যাটম্যানের খলনায়কের চরিত্রকে ভিত্তি করেই তৈরি। তবে জোকার চরিত্রটি আরও অনেক রহস্যময় এবং বিভ্রান্তিকর, যা মনোজগতে এক ধরনের দ্বন্দ্ব তৈরি করে।

এমনকি ডিসি কমিক্সেরই অ্যান্টিহিরো বা সুপার ভিলেইন অ্যাডভেঞ্চার ‘দ্য সুইসাইড স্কোয়াড’ এর চরিত্রগুলোর তুলনায় বরং মার্টিন স্করসেসে পরিচালিত ‘ট্যাক্সি ড্রাইভার’- এর সঙ্গেই জোকারের সাযুজ্যতা বেশি। 

টড ফিলিপস পরিচালিত এবং হোয়াকিন ফিনিক্স অভিনীত ‘জোকার’ মুভিটি মুক্তির সময় বেশকিছু সংকট তৈরি হয়েছিল। বলা হচ্ছিল, জোকার চরিত্রটি সমাজের কিছু লোককে উস্কানি দিয়ে সহিংস পরিস্থিতি তৈরি করতে পারে। সমালোচকদের কেউ কেউ বলছিলেন এটি মনোবিকারগ্রস্ততা বাড়ানোয় ভূমিকা রাখতে পারে।  

এই উদ্বেগের মধ্যেও ‘জোকার’ বিশ্বব্যাপী আয় করে ১০৭ কোটি ডলার। অথচ নির্মাণে খরচ হয়েছিল মাত্র সাড়ে ৫ কোটি ডলার। আর এ কারণে এ সিনেমাটি ওয়ার্নার ব্রাদার্সের ইতিহাসে সবচেয়ে লাভজনক সুপারহিরো সিনেমার একটি হয়ে ওঠে। আর ১১টি অস্কারের মনোনয়ন পায়। এই সাফল্যের পর সিক্যুয়েল তৈরি করা প্রায় নিশ্চিত হয়ে ওঠে।

সিনেমার সিক্যুয়েল ‘জোকার: ফোলি আ দ্যুঁ’ শুক্রবারে মুক্তি পাচ্ছে। কিন্তু চলচ্চিত্র বিশ্লেষকদের ধারণা, এবার আর প্রথমটির মতো সাফল্য নাও আসতে পারে।

এই সিক্যুয়েলে ফিনিক্স আবার আর্থার ফ্লেকের চরিত্রে অভিনয় করেছেন এবং লেডি গাগা হার্লে কুইন হিসেবে জুটি বেঁধেছেন। প্রাথমিকভাবে উত্তর আমেরিকার ৪,১০০টি প্রেক্ষাগৃহে সিনেমাটি প্রথম সপ্তাহান্তে ৫ কোটি থেকে সাড়ে ৬ কোটি ডলার আয় করবে বলে চলচ্চিত্র বাজার বিশ্লেষকরা হিসেব কষেছেন।

অথচ ২০১৯ সালে অক্টোবর মাসেরই প্রথম সপ্তাহান্তে মুক্তির পর ‘জোকার’ ৯ কোটি ৬২ লাখ ডলার আয় করেছিল। অক্টোবর মাসে মুক্তি পাওয়া সিনেমার আয়ের ক্ষেত্রে এটি একটি রেকর্ড ছিল।

‘ফোলি আ দ্যুঁ’- এর ক্ষেত্রে, আয়ের হিসেব খুব খারাপ নয়। কিন্তু ওই যে পরিবারের দুই ছেলের মধ্যে বড় জন ক্লাসে যদি প্রথম হয়, ছোট জন প্রথম হলেও দুই জনের প্রাপ্ত মার্কসের তুলনা হয়। এখানে দুই সিনেমার মধ্যে সেই তুলনাটিই চলে আসছে বারবার। প্রথম চলচ্চিত্রের বিশাল সাফল্যের তুলনায় দ্বিতীয়টির চিত্র কিছুটা হতাশাজনক।

আবার এই সিক্যুয়েলের বাজেট প্রথমটির তুলনায় অনেক বেশি, প্রায় ২০ কোটি ডলার। মানে ৪ গুণের চেয়ে একটু কম আর কি!

তবে আন্তর্জাতিক বাজারে ‘জোকার ২’ আরও ভালো করার সম্ভাবনা রয়েছে, সপ্তাহান্তে ৮ থেকে সাড়ে ৮ কোটি ডলার আয়ের আশা করা হচ্ছে। কাজেই আমেরিকা ও আন্তর্জাতিক বাজারের আয় যোগ করলে সিনেমাটি রোববারের মধ্যে ১৩ থেকে ১৫ কোটি ডলার আয় করতে পারে।

কাগজে-কলমে, ‘জোকার: ফোলিয়ে আ দ্যুঁ’ আরেকটি সেনসেশন হওয়ার সম্ভাবনা রয়েছে। ফিনিক্স তার অস্কার-বিজয়ী চরিত্রে ফিরে এসেছেন, তার পাশাপাশি অভিনয়ের ক্ষেত্রে সমানভাবে নিবেদিত একজন অভিনেত্রী অভিনয় করেছেন, যিনি পৃথিবীর সবচেয়ে বড় পপ তারকাদের একজনও বটে।

তবে, চলচ্চিত্র বোদ্ধারা বলছেন, ভেনিস ফিল্ম ফেস্টিভালে সিক্যুয়েলটির প্রিমিয়ার শোয়ের কারণে দর্শকদের জন্য মুক্তির ঠিক আগে যে উদ্দীপনা ও আওয়াজ থাকা দরকার তা কিছুটা কম হচ্ছে। এছাড়া এর কিছুটা প্রভাব পড়েছে বক্স অফিসেও। সেখানে প্রত্যাশার চেয়ে সামান্য হলেও কম উৎসাহ দেখা যাচ্ছে।

তবে পাঁচ বছর আগে ‘জোকার’ এর প্রথমটি ভেনিস ফিল্ম ফেস্টিভালের শীর্ষ পুরস্কার জিতেছিল। এ কথা মাথায় রেখেই হয়তো ওয়ার্নার ব্রাদার্স ‘ফোলি আ দ্যুঁ’-কে ভেনিসের লিডোতে প্রদর্শন করেছে। 

সমালোচক এবং উৎসবের অংশগ্রহণকারীরা সিক্যুয়েল সম্পর্কে তেমন উৎসাহ দেখাননি। এর প্রভাব পড়েছে সাধারণ দর্শকদের ওপরও।

মুভি রেটিং সাইট রটেন টমেটোজে ‘জোকার’ এর রেটিং ছিল ৬৯ শতাংশ। আর এর সিক্যুয়েল ‘ফোলি আ দ্যুঁ’-র বর্তমানে ৬৩।

তাই সম্ভবত কৌতূহল আবারও দর্শকদের সিনেমাটি দেখার জন্য থিয়েটারে যেতে অনুপ্রাণিত করবে।

‘জোকার’ সিনেমায় গোথাম শহরের এক কমেডিয়ানের কাহিনী তুলে ধরা হয়েছিল, যে কিনা একের পর এক অপরাধের সঙ্গে যুক্ত হয়ে পড়েছিল। সমাজের নিপীড়িত মানুষের প্রতিশোধস্পৃহা ও জমানো ক্ষোভকেই ‘জোকার’ চরিত্রটির মাধ্যমে তুলে ধরা হয়েছিল। ডিসি কমিক্স এর মূল গল্পে হার্লে কুইন চরিত্রটি ছিল জোকারের মনোচিকিৎসক। তবে জোকার টু-তে হার্লে কুইনকে দেখা গিয়েছে তারই সঙ্গে একই কারাগারের একজন বন্দি হিসেবে।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত