Beta
শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫
Beta
শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫

অ্যাঞ্জেলিনা জোলি-ব্র্যাড পিট: বিচ্ছেদ নিয়ে সমঝোতায় পৌঁছতে ৮ বছর

Jolie_pit
[publishpress_authors_box]

অবশেষে বিবাহ বিচ্ছেদ নিয়ে সমঝোতায় পৌঁছেছেন হলিউড অভিনেতা অ্যাঞ্জেলিনা জোলি এবং ব্র্যাড পিট। সোমবার জোলির আইনজীবী বলেন, এর মধ্য দিয়ে হলিউডের ইতিহাসের অন্যতম দীর্ঘ এবং বিতর্কিত বিবাহবিচ্ছেদ সমঝোতায় পৌঁছালো।

জোলির আইনজীবী জেমস সাইমন বার্তা সংস্থা এপি-কে নিশ্চিত করেছেন, জোলি-পিট দম্পতি সমঝোতায় পৌঁছেছেন। আর এই খবর সর্ব প্রথম পিপল ম্যাগাজিনে প্রকাশিত হয়।

এর আগে এক বিবৃতিতে সাইমন জানান, “আট বছর আগে, অ্যাঞ্জেলিনা জোলি ব্র্যাড পিটের কাছ থেকে বিবাহ বিচ্ছেদের জন্য আবেদন করেছিলেন। এসময় তিনি এবং তার সন্তানরা ব্র্যাড পিটের সম্পত্তি থেকে প্রাপ্য অংশ দাবি না করেই আলাদা থাকার সিদ্ধান্ত নেয়। শেষ পর্যন্ত দু’জন সমঝোতায় আসতে পেরেছেন। সত্যি বলতে, জোলি ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিলেন।”

৪৯ বছর বয়সী জোলি এবং ৬১ বছর বয়সী পিট জুটি ছিলেন হলিউডের বিখ্যাত দম্পতি। এই দুই অস্কার বিজয়ীর সংসার টিকে ছিল ১২ বছর।

২০১৬ সালে বিবাহ বিচ্ছেদের আবেদন করে জোলি। জোলির অভিযোগ ছিল পিট তার সন্তানদের সঙ্গে ‘নিপীড়নমূলক আচরণ’ করেছেন। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন পিট। তবে জোলির আবেদনে প্রেক্ষিতে ২০১৯ সালে বিচ্ছেদের বিষয়টি আদালতে গড়ায়।

সম্প্রতি আরেকটি মামলায় ব্র্যাড পিট অভিযোগ করেন, জোলি নাকি চুক্তি ভঙ্গ করেছেন। পিটের দাবি, তাদের দুজনের মালিকানাধীন একটি ওয়াইন তৈরির খামারের অর্ধেক অংশ জোলির পিটের কাছে বিক্রি করার কথা ছিল। তবে বিবাহবিচ্ছেদের চুক্তি এই মামলাকে কোনভাবে প্রভাবিত করবে কিনা তা এখনও স্পষ্ট না।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত