Beta
মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫

রাঙ্গামাটিতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।
[publishpress_authors_box]

রাঙ্গামাটির কাপ্তাইয়ে স্থানীয় এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যার খবর পাওয়া গেছে।

সোমবার রাতে উপজেলার রাইখালী ইউনিয়নের বালুখালী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান মংক্য মারমা।

নিহত ব্যক্তির নাম ওবায়েদ উল্লাহ (৪৩)। তিনি ২ নম্বর রাইখালী ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ছিলেন।

যদিও তার রাজনৈতিক পরিচয় এখনও পাওয়া যায়নি বলে জানিয়েছেন রাঙ্গামাটির চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল।

স্থানীয়রা জানিয়েছেন, রাতে ওবায়েদ উল্লাহ কারিগরপাড়া বাজার থেকে নিজের দোকান বন্ধ করে বাসায় যাওয়ার পথে তাকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় কারা জড়িত এবং আগের কোনও শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে কিনা সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

ওসি বলেন, “গতকাল সোমবার রাত আনুমানিক সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে রাইখালী ইউনিয়নের বালুখালী এলাকায় তাকে কুপিয়ে জখম করা হয়। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

কাপ্তাই উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তানভীর সিদ্দিকী নিশ্চিত করেছেন যে ওবায়েদ রাইখালী ইউনিয়ন যুবলীগের সহসভাপতি ছিলেন। তবে কারা তাকে হত্যা করেছে সে বিষয়ে কোনও ধারণা দিতে পারেননি তানভীর। তিনি প্রশাসনের কাছে এই হত্যাকাণ্ডের বিচার চেয়েছেন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত