Beta
সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫
Beta
সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫

হলিউড অভিনেতা জুড ল’র নতুন চ্যালেঞ্জ: পুতিনের চরিত্রে অভিনয়

Jude-Law-Vladimir-Putin (1)
[publishpress_authors_box]

হলিউড অভিনেতা জুড ল’র সামনে এবার এক নতুন চ্যালেঞ্জ। সম্প্রতি এক সাক্ষাৎকারে ৫২ বছর বয়সী এই অভিনেতা জানিয়েছেন তার আসন্ন সিনেমা দ্য উইজার্ড অফ দ্য ক্রেমলিন -এ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভূমিকায় অভিনয় করবেন তিনি।

ফরাসি পরিচালক অলিভিয়ার আসায়াস পরিচালিত এই সিনেমায় পুতিনের শাসনামলের শুরুর দিকের সময়কালকে তুলে ধরা হবে বলে জানা যায়।

অনলাইন লিউজ পোর্টাল ডেডলাইন-কে জুড ল বলেন, “আমি এখনো কাজ শুরু করিনি, তবে মানে, শুরু করেছি, কিন্তু আপাতত এটা এভারেস্টের মতো চড়াই বলে মনে হচ্ছে। আমি পাহাড়ের নিচে দাঁড়িয়ে উপরে তাকিয়ে ভাবছি, ‘আমি কি সত্যিই শুরু করেছি ?’ ”

অস্কার মনোনয়নপ্রাপ্ত এই অভিনেতা আরও বলেন, “কোন কাজে প্রায়ই ‘হ্যাঁ’ বলার সময় এমন মনে হয় আমার। আমি ভাবছিলাম, ‘হায় খোদা, কীভাবে কাজটা করব?’ তবে যাই হোক, আমাকে তো উপায় একটা বের করে নিতেই হবে।”

২০২৪ সালে ভ্যারাইটিতে  প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, দ্য উইজার্ড অফ দ্য ক্রেমলিন সিনেমায় জুড ল’র পাশাপাশি পল ডানো, আলিসিয়া ভিকান্ডার এবং হ্যাংওভার খ্যাত জ্যাক গ্যালিফিয়ানাকিস অভিনয় করবেন।

স্টার অন দ্য হলিউড ওয়াক অব ফেইমে জুড ল

সিনেমাটি জুলিয়ানো দা এম্পোলির ২০২৩ সালে প্রকাশিত একই নামের একটি বেস্টসেলিং বইয়ের উপর ভিত্তি করে নির্মিত। সিনেমার চিত্রনাট্য লিখেছেন ৬৯ বছর বয়সী অলিভিয়ার আসায়াস এবং ইমানুয়েল কারেরে।

ভ্যারাইটি আরও জানিয়েছে, এই সিনেমায় আমেরিকান অভিনেতা পল ডানো অভিনয় করবেন ভাদিম বারানভ চরিত্রে । বারানভ শিল্পী থেকে টিভি প্রযোজক হওয়া এক রাশিয়ান মিডিয়া ব্যক্তিত্ব। যার নামে ক্ষমতা কাঠামো ব্যবহার করে ‘প্রোপাগান্ডা’ তৈরির অভিযোগ আছে।

জুড ল-কে সর্বশেষ ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত অ্যাকশন-থ্রিলার দ্য অর্ডার-এ দেখা গেছে। বর্তমানে ডিজনি প্লাস-এ প্রচারিত স্টার ওয়ার্স: স্কেলেটন ক্রু সিরিজেও অভিনয় করছেন জুড ল।

দুইবারের অস্কার মনোনীত জুড ল, ২০২৪ সালে হলিউডের ওয়াক অফ ফেমে পেয়েছিলেন ‘স্টার’ সম্মাননা।

গণমাধ্যমে সেই অভিজ্ঞতা বর্ণনা করে জুড ল জানিয়েছিলেন, “সত্যি বলতে, পুরো আয়োজন আমাকে আবেগে আপ্লুত করেছে। অবশ্যই এটা খুব ব্যক্তিগত একটি উপলক্ষ এবং সত্যি বলতে হৃদয়ছোঁয়া।”

গাই রিচি নির্মিত শার্লক হোমস সিনেমার একটি দৃশ্যে জুড ল এবং রবার্ট ডাউনি জুনিয়র

তবে জুড ল বহু দর্শকের মন জয় করে নিয়েছিলেন শার্লক হোমস এ তার জন এইচ ওয়াটসন চরিত্রটির জন্য। গাই রিচি পরিচালিত এই সিনেমাটি ২০০৯ সালে মুক্তি পায়। এতে শার্লক হোমসের ভূমিকায় অভিনয় করেছিলেন রবার্ট ডাউনি জুনিয়র। ২০১১ সালে মুক্তি পায় এর সিক্যুয়েল শার্লক হোমস : আ গেইম অব শ্যাডোজ

জুড ল অভিনীত অন্যান্য উল্লেখযোগ্য সিনেমাগুলো দ্য ট্যালেন্টেড মিস্টার রিপ্লি, ক্লোজার, এবং দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল।   

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত