সর্বজয়ী ক্লাব ম্যানচেস্টার সিটি। বিশ্বের সেরা দলগুলোর একটি। এমন একটি ক্লাবে খেলার স্বপ্ন হয়তো অনেক ফুটবলারই দেখেন। অথচ হুলিয়ান আলভারেস কিনা ম্যান সিটিতে থাকতে চাইলেন না! মাত্র দুই মৌসুমেই বিদায় বলেছেন ইত্তিহাদ স্টেডিয়ামকে। কেন ইংলিশ ক্লাব ছেড়েছেন, আতলেতিকো মাদ্রিদে যোগ দেওয়ার পর সেটির ব্যাখ্যা দিয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।
ক্লাব ফুটবল তো বটেই, জাতীয় দল আর্জেন্টিনার জার্সিতেও শিরোপার বৃষ্টিতে ভিজছেন আলভারেস। ২০২২ বিশ্বকাপের পর এ বছরের কোপা আমেরিকাও জিতেছেন তিনি। সেই সঙ্গে ম্যান সিটির হয়ে জিতেছেন টানা দ্বিতীয় প্রিমিয়ার লিগের শিরোপা। অর্থাৎ, দুই মৌসুমের দুটিতেই চ্যাম্পিয়ন আলভারেস।
এই অবস্থায় ক্যারিয়ারে নতুন চ্যালেঞ্জেরে প্রয়োজনীয়তা অনুভব করেছেন তিনি। সেই চ্যালেঞ্জের খোঁজে আতলেতিকোকে সবচেয়ে উপযুক্ত জায়গা মনে হয়েছে আলভারেসের।
৯৫ মিলিয়ন ইউরোতে মাদ্রিদের ক্লাবটিতে যোগ দিয়েছেন তিনি। নিজেদের খেলোয়াড় হিসেবে এই আর্জেন্টাইনকে পরিচয় করিয়ে দিয়েছে আতলেতিকো। এরপরই আলভারেস জানিয়েছেন ম্যান সিটি ছাড়ার কারণ।
আলভারেসের বক্তব্য, “আমার মনে হয়েছে, আমার ক্যারিয়ারে পরিবর্তন প্রয়োজন। আমার নতুন চ্যালেঞ্জের প্রয়োজন ছিল। আমি বিশ্বাস করি, এই ক্লাব (আতলেতিকো) আমার সেরাটা বের করে আনতে প্রয়োজনীয় সবকিছুই সরবরাহ করবে।”
২০২৮ সাল পর্যন্ত ম্যান সিটির সঙ্গে চুক্তি ছিল তার। কিন্তু দুই বছরেই ইংলিশ ক্লাবটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন। গত মৌসুমে ম্যান সিটির জার্সিতে ৫৪ ম্যাচে ১৯ গোল করেছিলেন আলভারেস। যদিও আর্লিং হলান্ডকে পেছনে ফেলে ফরোয়ার্ড লাইনে প্রথম পছন্দের খেলোয়াড় হতে পারেননি।
নতুন ক্লাবে নিজের সবটুকু নিংড়ে দিতে চান বিশ্বকাপজয়ী তারকা, “এখানে এসেছি দলকে সাহায্য করতে, যাতে সব শিরোপার লড়াইয়ে থাকতে পারে দল। আমি (কোচ) ডিয়েগো সিমিওনের সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে এখানে (আতলেতিকো) চেয়েছেন। তিনি আমাকে জানিয়েছেন, আমি দলকে সাহায্য করব, বিপরীতে তারা আমার দুর্বলতার জায়গাগুলোর উন্নতিতে সাহায্য করবে।”
নতুন ক্লাবে নতুন মিশনে নামার আগে ম্যান সিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আলভারেস, “আমি অনেক কিছু শিখেছি (ম্যান সিটিতে)। ওখানকার দুই বছরের জন্য কৃতজ্ঞ। একইসঙ্গে আমি ভীষণ খুশি সিমিওনের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে।”