Beta
শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫

কাবাডিতে প্রথমবার নেপালের কাছে হারল বাংলাদেশ

k1
[publishpress_authors_box]

পাঁচ ম্যাচের কাবাডি টেস্ট সিরিজে ঘুরে দাঁড়াল নেপাল। আজ পল্টন ময়দানে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে তারা হারিয়েছে ৪৫-৪২ পয়েন্টে। তাতে সিরিজে  সমতা ফিরল ১-১’এ।

কাবাডিতে এবারই প্রথম নেপালের কাছে হারল বাংলাদেশ। প্রথম ম্যাচে নেপালকে ৫৩-২৯ পয়েন্টে হারিয়েছিল বাংলাদেশ। 

প্রথমার্ধে সমান তালে লড়াই করেছে বাংলাদেশ ও নেপাল। বাংলাদেশের একটি লোনার বিপরীতে নেপালও একটি লোনা পায়। প্রথমার্ধে বাংলাদেশ ও নেপালের পয়েন্ট ছিল সমান ২৪।

বিরতির পর একটা সময় স্কোর ছিল ৩৮-৩৮। নেপাল এরপর ৩ পয়েন্টে এগিয়ে গেলেও আবারও ৪২-৪২’এ সমতা ফেরায় বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত ৪৫-৪২ পয়েন্টের জয়ে মাঠ ছাড়ে নেপাল।

ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন নেপালের অধিনায়ক রোকা মাগার। তাকে পুরস্কার তুলে দেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত