Beta
রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫
Beta
রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫

বক্স অফিসে কেমন করছে কঙ্গনার ‘ইমার্জেন্সি’

Kangana Ranaut
[publishpress_authors_box]

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের রাজনৈতিক ক্যারিয়ার খুব একটা খারাপ না হলেও অভিনয় ক্যারিয়ারের অবস্থা মোটেও সুবিধার না ।

গেল পাঁচ বছরে একের পর এক সিনেমা ফ্লপ। দেশাত্মবোধক সিনেমায় অভিনয় করেও কপাল ফেরেনি!

ক্যারিয়ারে এই অবস্থায় নিজের প্রথম প্রযোজিত-পরিচালিত সিনেমার কল্যাণে সুদিন দেখা শুরু করলেন এই বিজেপির সংসদ সদস্য।

ইন্দিরা গান্ধীর বায়োপিক ইমার্জেন্সি-এর শুরুটা বেশ ভালোই হয়েছে।

বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্ক-এর রিপোর্ট অনুযায়ী মুক্তির প্রথম দিনে ইমার্জেন্সি আড়াই কোটি আয় দিয়ে বক্স অফিসে যাত্রা শুরু করে। দ্বিতীয় দিন আয় বেড়ে দাঁড়ায় সাড়ে তিন কোটি রুপিতে। ফলে দুই দিনে সিনেমাটির আয় এখন ৬ কোটি।

মুম্বাইয়ে প্রায় ৪৬৭টি শো এবং দিল্লিতে ৬৫৭টি শো পেয়েছে সিনেমাটি।

২০২১ সালে মুক্তিপ্রাপ্ত কঙ্গনা অভিনীত থালাইভি মুক্তি পায়। তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী জে জয়ললিতার জীবন অবলম্বনে রাজনৈতিক বায়োপিকটি প্রথম দিনে ১ কোটি ৪৬ লাখ রুপি ঘরে তুলতে পেরেছিল।

তার তিন বছর পর মুক্তি পেল ইমার্জেন্সি যেখানে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা রানাওয়াত।

১৯৭৫ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত ভারতে হওয়া ২১ মাসের জরুরি অবস্থার সময়কার ঘটনা নিয়ে তৈরি সিনেমাটি।

রাজনৈতিক প্রেক্ষাপটে নির্মিত সিনেমাটিতে আরো অভিনয় করেছেন অনুপম খের, শ্রেয়াস তালপাড়ে এবং মহিমা চৌধুরী। প্রয়াত অভিনেতা সতীশ কৌশিকের শেষ অভিনীত সিনেমাগুলোর মধ্যে ইমার্জেন্সি অন্যতম।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত