Beta
বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
Beta
বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

‘জিগাতো’ সিনেমায় দারুণ অভিনয়ে নেটিজেনদের প্রশংসা পেলেন কপিল শর্মা

কপিল শর্মা, জিগাতো, সিনেমা, বলিউড, হিন্দি সিনেমা
[publishpress_authors_box]

নন্দিতা দাসের পরিচালনায় ওটিটি প্লাটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তি পাওয়া কপিল শর্মা অভিনীত ‘জিগাতো’ সিনেমাটি নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে।

কোভিড মহামারীর কারণে কারখানা তত্ত্বাবধায়ক মানাস চাকরি হারায়। পরে সে একটি ফুড ডেলিভারি কোম্পানিতে কাজ নেয়। অস্থায়ী এই কাজে মানাসের নিত্য দিনকার ঘটনা নিয়েই ‘জিগাতো’-এর গল্প।

মানাসের চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন কপিল শর্মা, যিনি সাধারণত কমেডি ধাঁচের মুভিতে অভিনয় করার জন্য পরিচিত। তবে ‘জিগাতো’-তে সেই জায়গা থেকে তিনি বেরিয়ে এসে চমৎকারভাবে এই সিরিয়াস কাহিনির সঙ্গে খাপ খাইয়ে নিয়েছেন।

গত বছর মার্চে সিনেমা হলগুলোয় জিগাতো মুক্তির পরপরই চলচ্চিত্রবোদ্ধাদের প্রশংসায় ভাসছিল। তবে বাণিজ্যিকভাবে এ সিনেমাটি বক্স অফিসে তেমন সাফল্য দেখেনি। বড় পর্দায় এই সিনেমাটির আয় ছিল মাত্র দেড় কোটি রুপি। চলেছে মাত্র এক সপ্তাহ।

কপিল শর্মার দ্যুতি ছড়ানোর অভিনয় তো বটেই, নেটিজেনরা প্রশংসা করছেন নন্দিতা দাসের পরিচালনা ও সিনেমার কাহিনিরও।

কপিল শর্মার অভিনয়ের প্রশংসা করে একজন লিখেছেন, “সম্পূর্ণ বিপরীতমুখী জনরার সিনেমা দিয়ে কপিল শর্মা জিগাতোতে নিজের অভিনয়েও রূপান্তর ঘটিয়েছেন! ভারতের সেরা স্ট্যান্ডআপ কমিডিয়ান ও সবচেয়ে বেশিদিন ধরে চলা পলিটিক্যাল শোয়ের উপস্থাপক কপিল শর্মা খুব সাবলীলভাবেই সিনেমার চরিত্রের সঙ্গে মিশে গিয়েছেন। তিনি আরও সফল হন।”

আরেকজন লিখেছেন, “কপিল শর্মার জিগাতোতে অভিনয় হৃদয়ে গভীরভাবে ছাপ ফেলেছে! এই চিন্তাশীল সিনেমাটি গিগ-ওয়ার্কারসদের (অস্থায়ী বা খণ্ডকালীন কর্মজীবী, সাধারণত ফুড বা অন্যকিছু ডেলিভারি বা যাতায়াতের সঙ্গে যারা চুক্তিভিত্তিকভাবে জড়িত) দৈনন্দিন সংগ্রামের ওপর আলোকপাত করেছে মূলত সংলাপের চমাকারিত্ব দিয়ে। একটি মাস্ট ওয়াচ সিনেমা।”

আরেকজন অ্যামাজন প্রাইমের দর্শক লিখেছেন, কেবলই জিগাতো সিনেমাটি দেখলাম প্রাইম ভিডিওতে। কি দুর্দান্ত সিনেমা! শাহানা গোস্বামী ও কপিল শর্মার পারফর্মেন্স দারুণ লেগেছে। নন্দিতা দাসকে ধন্যবাদ এই চমৎকার রত্নটি দর্শকদের উপহার দেয়ার জন্য।

কপিল শর্মার মুকুটে এই সিনেমাটি আরেকটি পালক যুক্ত করলো বলেও কোনও কোনও ব্যবহারকারী মন্তব্য করেছেন।

‘জিগাতো’ ছাড়াও কপিল শর্মা ‘ক্রু’, ‘ফিরাঙ্গি’, ‘বিক্রম বেদ’, বায়োপিক ‘ইটস মাই লাইফ’, ‘টিউবলাইট’, ‘ভাবনাও কো সমঝো’ এবং ‘সন অভ মনজিত সিং’ চলচ্চিত্রে অভিনয় করেছেন। সিনেমায় শাহানা গোস্বামী অভিনয় করেছেন মানাস অর্থাৎ কপিল শর্মার স্ত্রী চরিত্রে। এছাড়া এর প্রধান চরিত্রগুলোয় আরও অভিনয় করেছেন বারুণ চন্দ্র ও তথাগত মুখোপাধ্যায়।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত