সুভাষ কাপুর পরিচালিত এবং অক্ষয় কুমার অভিনীত ‘জলি এলএলবি থ্রি’ মুক্তির দিন তারিখ এবার পিছিয়ে গেল। বহুল প্রতিক্ষীত এই সিক্যুয়েলটি ২০২৫ সালের ১০ এপ্রিল মুক্তির কথা থাকলেও তা আর সম্ভব হচ্ছে না। জানা গেছে, মুক্তির তারিখ পিছিয়ে আগস্ট মাসে নিয়ে যাওয়া হয়েছে।
এক নির্ভরযোগ্য সূত্রের বরাতে বলিউড হাঙ্গামা জানিয়েছে, করন জোহর নাকি অক্ষয় কুমারকে অনুরোধ করেছিলেন ‘জলি এলএলবি থ্রি’ সিনেমার মুক্তির দিনক্ষণ পেছাতে।
সূত্রটি বলেছে, “করন জোহর ২০২৫ এর ১৮ এপ্রিল তার ফ্র্যাঞ্চাইজি সিনেমা ‘কেসরি টু’ মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন। তিনি অক্ষয়কে অনুরোধ করেছিলেন ‘জলি এলএলবি থ্রি’ সিনেমাটির মুক্তির তারিখ যেন আরেকবার পুনর্বিবেচনা করেন। আর তাতেই ‘খিলাড়ি’ খ্যাত এই বলিউড হিরো অত্যন্ত উদারভাবে সেই অনুরোধ রাখেন”।
সূত্রটি আরও জানিয়েছে ‘সানি সাংস্কারি কি তুলসী কুমারী’ সিনেমার মুক্তির দিনক্ষণও বাগিয়ে নিয়েছে ‘কেসরি টু’। আসলে ওই সিনেমার মুক্তির তারিখ এ বছর এমনিতেও নাকি পিছিয়ে যেত। তবে অনুরোধের ঢেঁকি গিলতে গিয়ে ধর্ম প্রোডাকশন এবং অক্ষয় কুমারের পুরো ক্যালেন্ডার নতুন করে সাজাতে হচ্ছে।
‘কেসরি টু’ এবং ‘জলি এলএলবি থ্রি’ সিনেমার নতুন মুক্তির তারিখ শিগগিরই ঘোষণা করা হবে বলে জানিয়েছে সূত্রটি।