লন্ডনের হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তিনি এখন নিজে নিজেই হাসপাতালে হাঁটাহাঁটি করতে পারছেন।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. এনামুল হক চৌধুরী সকাল সন্ধ্যাকে এ তথ্য জানিয়েছেন। খালেদা জিয়ার সঙ্গে লন্ডন যাওয়া তার ব্যক্তিগত চিকিৎসকদের মধ্যে তিনিও রয়েছেন।
পরিবারের সান্নিধ্যে থাকায় মানসিকভাবে খালেদা জিয়া অনেকটা চাঙা হয়ে উঠেছেন জানিয়ে ডা. এনামুল বলেন, “পরিবারের সঙ্গে থাকলে স্বাভাবিকভাবে একটা সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট হয়, সাইকোলজিক্যাল সার্পোট পান। এই সার্পোটটা পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি সুস্থতা অনুভব করেন।”
তিনি বলেন, “লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা জানিয়েছেন, উনার (খালেদা জিয়ার) চিকিৎসার জন্য যে টিমটা কাজ করেছে, তারা আন্তর্জাতিক মান বজায় রেখেছে, আন্তর্জাতিক মানের চিকিৎসা দিয়েছে। উনার ব্যক্তিগত চিকিৎসকদের প্রশংসা করেছেন এখানকার চিকিৎসকরা।”
এখন খালেদা জিয়ার মেডিকেল রিপোর্টগুলো সংগ্রহ করা হচ্ছে জানিয়ে এনামুল হক বলেন, “এই রিপোর্টগুলো আসার পরে উনার চিকিৎসাসেবা কোনদিকে এগোবে, সে বিষয়ে লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা সিদ্বান্ত নেবেন।”
হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও বিএনপি চেয়ারপারসন সব সময় দেশের খোঁজখবর রাখছেন বলেও জানান তার ব্যক্তিগত এই চিকিৎসক। তিনি বলেন, “বেগম জিয়া সবসময় দেশের খোঁজখবর নিচ্ছেন। জনগণের পাশে থাকার জন্য আমাদের নির্দেশ দিচ্ছেন।”
৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। তার লিভার সিরোসিস ধরা পড়ে কয়েক বছর আগে। এর মধ্যে তার হৃদপিণ্ডে স্টেন্ট বসানো হয়, বসানো হয় পেস মেকারও।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে বন্দিদশা থেকে মুক্তির পাঁচ মাস বাদে চিকিৎসার জন্য গত মঙ্গলবার রাতে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন খালেদা জিয়া। বুধবার যুক্তরাজ্যে পৌঁছানোর পর চিকিৎসার জন্য খালেদা জিয়াকে হিথ্রো বিমানবন্দর থেকে সরাসরি লন্ডন ক্লিনিকে নিয়ে ভর্তি করা হয়।
এর আগে খালেদা জিয়াকে লন্ডন ক্লিনিকে ভর্তি করার পর যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ জানিয়েছিলেন, হাসপাতালে খালেদা জিয়ার সার্বক্ষণিক দেখাশোনা করছেন তার দুই পুত্রবধূ। এ ছাড়া লন্ডনে তারেক রহমানের বাসা থেকে আনা খাবারই খাচ্ছেন তিনি। সবমিলিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে হাসপাতালে ভালো সময় কাটছে বিএনপি চেয়ারপারসনের।
এদিকে কয়ছর এম আহমেদ রবিবার সকাল সন্ধ্যাকে জানান, খালেদা জিয়ার সুস্থতায় কামনায় ইতোমধ্যে দোয়া-মাহফিলের কর্মসূচি দিয়েছে যুক্তরাজ্য বিএনপি।
তিনি বলেন, “আমাদের যুক্তরাজ্যে বিএনপির সব ইউনিট, সব অঙ্গসংগঠনকে উনার সুস্থতা কামনা স্ব স্ব মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল করার আহ্বান জানানো হয়েছে।